ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুবিধার সঠিক ব্যবহার জরুরি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা রয়েছে। সবাইকে এ সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করতে হবে। নৈতিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় সামনে এগিয়ে যেতে হবে।

২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের বিএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৩৭ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন। এ ছাড়া পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষদের পাঁচ শিক্ষককে ডিন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

গত বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে মেডেল ও সনদ তুলে দেন। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 
Electronic Paper