ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যবিপ্রবি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ক্লাস-পরীক্ষা বর্জন

যশোর প্রতিনিধি
🕐 ১১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের উদ্ভুত সংকটের মুখে গতকাল রোববার অধ্যাপক ইকবাল কবীর জাহিদকে হুমকির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু হয়েছে।

গত শনিবার শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানিয়েছিলেন, শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবীর জাহিদকে হুমকিদাতার বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখব।

অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, আনোয়ার হোসেন বিপুল নামে এক সাবেক ছাত্রলীগ নেতা ফোনে আমাকে অকথ্য ভাষায় হুমকি দিয়েছেন। সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর একদিন পরই ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

তিনি দাবি করেন, যে নৌকা পোড়ানোর কথা বলা হচ্ছে, সেটি সঠিক নয়। নৌকা বাতাসে পড়ে যেতে পারে। র‌্যাগিংবিরোধী বিলবোর্ড টানানোতে তারা ক্ষুব্ধ হয়েছে।

কেন হুমকি দেওয়া হলো এ প্রসঙ্গে ইকবাল কবীর জাহিদ বলেন, টেন্ডারের মাধ্যমে শহীদ মশিয়ুর রহমান হলে নিম্নমানের চেয়ার টেবিল সরবরাহ করা হয়েছে। বিলে আমি আপত্তি করেছি।

 
Electronic Paper