ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নীল-সাদার লড়াই

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৪, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৯ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবারও লড়ছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল।আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি এবং ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ ভোটারদের সামনে তুলে ধরে নির্বাচনে জয়ী হওয়ার ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে নীল দল। সাদা দল পরিবর্তনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশনার রসায়ন বিজ্ঞানের অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী জানান, এবারও বামপন্থীদের গোলাপি দল থেকে ব্যক্তিগত বা দলগতভাবে কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। সে হিসাবে নীল ও সাদা মিলিয়ে ১৫টি পদের ৩০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ভোটার সংখ্যা প্রায় ১ হাজার ৯৭ জন।

জানা যায়, নীল দল প্রচারণায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখা; নতুন গবেষণা প্রকল্প চালুর ব্যবস্থা করা; জার্নালগুলো অধিকতর মানসম্মত করা।

 
Electronic Paper