ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফিলিস্তিনের পতাকা হাতে সমাবর্তনে গ্রাজুয়েটরা

অনলাইন ডেস্ক
🕐 ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

ফিলিস্তিনের পতাকা হাতে সমাবর্তনে গ্রাজুয়েটরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবর্তন অনুষ্ঠানে ‘ফিলিস্তিনের পতাকা উড়িয়ে’ এক ব্যতিক্রম প্রতিবাদ জানালেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর ‘অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এন্ড টেকনোলজি’ বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

 

আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে ঢাকার পূর্বাচলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টার’-এ বিশ্ববিদ্যালয়টির ৩য় সমাবর্তনে অংশ নিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। এসময় তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে থাকেন।

ফিলিস্তিনের পতাকা হাতে সমাবর্তনে অংশ নেয়া মঈনুদ্দীন ভূইয়া নিয়াজ নামে এক শিক্ষার্থী জানান, আমরা আজ অফিসিয়ালি গ্রাজুয়েট হলাম। বিশেষ এই দিনটিতে আমরা নির্যাতিত মজলুম ফিলিস্তিনিদের স্মরণ ও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে আমাদের ছোট ছোট কাজগুলো মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে-এটাই আমার প্রত্যাশা।

এদিকে, ফিলিস্তিনের পতাকা উড়ানো ছবিটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। নবীন গ্রাজুয়েটদের এমন ব্যতিক্রম প্রতিবাদ যেন প্রতিটি প্রাণে প্রশান্তি মিলছে।

 
Electronic Paper