ঢাকা, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাজী পেয়ারার উদ্ভাবক ড. বদরুদ্দোজা আর নেই

শেকৃবি প্রতিনিধি
🕐 ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

কাজী পেয়ারার উদ্ভাবক ড. বদরুদ্দোজা আর নেই

বাংলাদেশের কৃষি গবেষণার পথিকৃৎ ও কাজী পেয়ারার উদ্ভাবক এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত ইমেরিটাস বিজ্ঞানী কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা (৯৬) আর নেই। আজ (৩০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ড. কাজী এম বদরুদ্দোজা ১৯২৭ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তৎকালীন বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট (বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক, ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৫৬ সালে লুজিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশের জনপ্রিয় পেয়ারার জাত ‘কাজী পেয়ারা’ এই কৃষি বিজ্ঞানীর অন্যতম উদ্ভাবন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। কৃষিতে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। দেশবরেণ্য এই কৃষি বিজ্ঞানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে কৃষিবিদ ইনস্টিটিউটশন বাংলাদেশ।

 
Electronic Paper