ঢাকা, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবিতে শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের মারামারি

ইবি প্রতিনিধি
🕐 ৯:১০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩

ইবিতে শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের মারামারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদ কতৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর দুইটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন সংলগ্ন আমবাগানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলোচনা সভা অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের ভেতরে কথা-কাটাকাটি হয় আইন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হল শাখা ছাত্রলীগ কর্মী শামীম ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শেখ রাসেল হল শাখা ছাত্রলীগ কর্মী আশিক কোরাইশির মধ্যে। পরে এ ঘটনার জেরে আলোচনা সভা শেষে মিলনায়তনের বাহিরে এসে ফের উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়।

এ ঘটনার রেশ ধরে জিয়া হল ও রাসেল হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুফতাইন আহমেদ সাবিকের হাতে ছুরিকাঘাত করা হয়। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আকিব ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেন তিনি। পরে সাবিককে ইবি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

এ বিষয়ে আহত সাবিক বলেন, ‘সিঁড়িতে নামার সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে ম্যানেজমেন্ট বিভাগের কিছু শিক্ষার্থী এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আকিব নামের এক শিক্ষার্থী আমাকে ছুড়িকাঘাত করে। পরে আমার বন্ধু ও সিনিয়ররা আমাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যায়।’

তবে ছুড়িকাঘাতের ঘটনাটি অস্বীকার করে অভিযুক্ত ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থী আকিব বলেন, ‘আমি ছুড়ি দিয়ে কাউকে মারিনি। উলটো আমার উপর অতর্কিতভাবে কিছু শিক্ষার্থী হামলা করে। আমি কোনোরকমে ওখান থেকে বেঁচে রুমে এসে আশ্রয় নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আজ ক্যাম্পাসে আলোচনা সভা শেষ হওয়ার সাথে সাথেই অতিথিদের নিয়ে উপাচার্যের বাসভবনে যাই এ সময় খবর আসে মারামারির ঘটনা ঘটেছে। আমি তাৎক্ষণিকভাবে সহকারী প্রক্টরদের ঘটনাস্থল এবং চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি। তাদের নাম ঠিকানা সংগ্রহ করেছি। খুব দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘আলোচনা সভা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। তবে এরপরে অনাকাক্সিক্ষত একটি ঘটনা ঘটেছে যা দুঃখজনক। আজ সন্ধ্যায় বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 
Electronic Paper