ঢাকা, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চবি শিক্ষার্থীকে রড দিয়ে পেটালো স্থানীয়রা

চবি প্রতিনিধি
🕐 ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩

চবি শিক্ষার্থীকে রড দিয়ে পেটালো স্থানীয়রা

বাকবিতণ্ডার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে স্থানীয়রা। শনিবার ভোর রাতে পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এক দোকানীর সাথে বাকবিতন্ডার একপর্যায়ে আরো দুই তিনজন এসে রড দিয়ে পিটিয়ে মাথা,হাত ও পায়ে নির্মমভাবে জখম করে ভুক্তভোগী শিক্ষার্থীকে।এসময় ওই শিক্ষার্থীর কাছ থেকে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় মারধরকারীরা।

মারধরের শিকার ওই শিক্ষার্থী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার শাকিল। গুরুতর আহত অবস্থায় তাকে চবি মেডিক্যালের পাঠানো হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মারধরের শিকার শিক্ষার্থীর অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

মারধরের অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকার একজন দোকানিসহ কয়েকজন। তবে ভুক্তভোগী অভিযুক্তদের নাম স্পষ্ট করে জানাতে পারেননি। প্রধান অভিযুক্ত রেল ক্রসিং এলাকার মালেক স্টোরের সত্ত্বাধিকারী বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহরিয়ার শাকিল বলেন, দোকানির সাথে বাকবিতন্ডা হলে উনি হঠাৎ হাতে রড নিয়ে আমাকে আঘাত করতে শুরু করে,তখন তার সাথে আরো কয়েকজন যুক্ত হয়।তারা আমার মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয়।

ভুক্তভোগীর সঙ্গে থাকা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুব হাসান বলেন, রাতে শাকিল রেলক্রসিং এর একটি দোকানে যায়। দোকানে বসলে, দোকানদার অশোভনভাবে তাকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে দোকানদারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে দোকানদার তাকে 'ডাকাত' বলে রড দিয়ে মারধর শুরু করে করে। পরে আশেপাশের আরো কয়েকজন মারধরে যোগ দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর বন্ধুদের বলেছি প্রক্টর অফিস ও থানায় অভিযোগ দিতে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

 
Electronic Paper