ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবি শিক্ষক নাসিরের অপসারণ আদেশ হাইকোর্টে বাতিল

অনুপম মল্লিক আদিত্য, জবি
🕐 ৪:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

জবি শিক্ষক নাসিরের অপসারণ আদেশ হাইকোর্টে বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে অধ্যাপক নাসির উদ্দিনের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী এম. মঞ্জুর আলম ও তায়্যিব-ইসলাম সৌরভ।

নাসির উদ্দিনের আইনজীবী ড. শাহদীন মালিক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে অবৈধভাবে চাকরি থেকে অপসারণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আদেশের বিরুদ্ধে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের অপসারণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জনতে চেয়ে রুল জারি করেন। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত নাসির উদ্দিনের অপসারণ আদেশ বাতিল ঘোষণা করেন।

২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন অধ্যাপক পদে আবেদন করেছিলেন। আবেদনের শর্তানুসারে তার জমা দেওয়া দুইটি আর্টিকেলের বিষয়ে জালিয়াতির অভিযোগ তুলে ২০১৮ সালের ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে অপরসারণ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই অপসারণ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন নাসির উদ্দিন।

 
Electronic Paper