গুচ্ছ ভর্তি পরীক্ষা: শারীরিক প্রতিবন্ধকতা তুচ্চ যাদের কাছে
অনুপম মল্লিক আদিত্য, জবি
🕐 ৫:৪৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

মানবিক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) গুচ্ছভুক্ত ২২টি বিশ্ব্যিদালয়ের স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারীরিক ভাবে অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষার জন্যে বিশেষ ব্যবস্থা করেছেন।
জবিতে এইবার পরীক্ষার্থীর সংখ্যা ১২,৮৪৫ জন। এর মধ্যে শারীরিক ভাবে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ৩ জন। তারা জবি মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম।
ফৌজিয়া আক্তার প্রাপ্তি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও শ্রুতি লেখক মো. সাব্বির ইসলাম এর সাহায্যে পরীক্ষা দিয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়ালেখা করেছেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে মায়ের সাথে এসেছেন।
তিনি বলেন, সরকার যদি উন্নত দেশের মতো কম্পিউটার এর সাহায্যে পরীক্ষা নিত তাহলে আরো অনেক ভালো হতো। কেননা অন্যের সাহায্যে পরীক্ষা নিলে সর্বক্ষণই অনিশ্চয়তা কাজ করে। তার স্বপ্ন তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করতে চান।
ফার্মগেট থেকে আসা মাইশা আক্তার দোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাকসিডেন্ট করায় পায়ে ফ্র্যাকচার নিয়ে মেডিকেল সেন্টারে পরীক্ষা দিয়েছেন। তার ইচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ালেখা করবেন।
মাসুম শাহরিয়ার ও শারীরিক প্রতিবন্ধী, তার দুই হাত নেই, তাই তিনিও শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দিয়েছেন। তিনি তার ব্যাপারে তথ্য প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
