ঢাকা, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার সুপ্রভাত হালদার

জয়নাল আবেদীন, ববি
🕐 ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার সুপ্রভাত হালদার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন (অতিরিক্ত দায়িত্ব) রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদা।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ বাহাউদ্দিন গোলাপ সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শিক্ষক-কে (সুপ্রভাত হালদার) ছকের বর্ণনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার-এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

আরো বলা হয়, একই সাথে অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন (ইংরিজে বিভাগ)-কে রেজিস্ট্রার-এর অতিরিক্ত দায়িত্ব হতে(১লা এপ্রিল) ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, সুপ্রভাত হালদার আইন বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ৷ তিনি বর্তমানে আইন বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন৷ তিনি গত ২২ সেপ্টেম্বর থেকে আইন অনুষদের ডিন হিসেবেও নিয়োজিত আছেন।

 
Electronic Paper