বশেমুরবিপ্রবিতে মাদকসহ দুই শিক্ষার্থী আটক
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি
🕐 ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাদকদ্রব্য গ্রহণকালে হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়টির দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো: কামরুজ্জামান এবং ফুড অ্যান্ড এগ্রোপ্রসেসিং ইঞ্জেনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান জনি তাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মাদকদ্রব্যসহ দেখতে পেয়ে আইডি কার্ড জব্দ করেন। এ ঘটনায় বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড মিটিং করেন।
অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এবং অন্যজন গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. মো: কামরুজ্জামান বলেন, আমরা দুইজন শিক্ষার্থীকে হাতেনাতে মাদকদ্রব্যসহ ধরি। এসময় আরেকজন শিক্ষার্থীও ছিল, তবে সে কিছুটা দূরে ছিল এবং তার কাছে এধরনের কিছু পাইনি। তবে মাদকগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে ডোপ টেস্টের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, আগামীকালই ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে এবং হয়ত এক দুইদিনের মধ্যেই ফলাফল পাওয়া যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
