ঢাকা, বুধবার, ২৯ মার্চ ২০২৩ | ১৫ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবির পাঁচ পদে নতুন মুখ

ইবি প্রতিনিধি
🕐 ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২৩

ইবির পাঁচ পদে নতুন মুখ


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনকি পাঁচ পদে নতুন নিয়োগ দিয়েছে প্রশাসন। এছাড়া তিন পদে তিনজনকে পুনরায় নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক আটটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে, প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি একই বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের পরিচালক পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোস্তফা জামাল হ্যাপি, টিএসসিসির পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল ও আইন প্রশাসক হিসেবে আইন বিভাগের ড. আনিচুর রহমান নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

এ ছাড়া পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে ড. শামসুল আলম ও ছাত্র উপদেষ্টা পদে ড. শেলীনা নাসরীনকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

বিভিন্ন মেয়াদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা সুযোগ সুবিধা পাবেন।

 
Electronic Paper