ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবির দুই কর্মকর্তাকে পরিবহন দপ্তর থেকে বদলি

জবি প্রতিনিধি
🕐 ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

জবির দুই কর্মকর্তাকে পরিবহন দপ্তর থেকে বদলি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের দুই কর্মকর্তাকে অব্যাহতির দাবির মুখে তাদেরকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরা ভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে পুনরাদেশ না দেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরে যুক্ত করা হলো।

এর আগে, সোমবার (৩০ জানুয়ারি) এই দুই কর্মকর্তাকে অব্যহতির দাবিতে পরিবহন পুলের অফিসে তালা ঝুলিয়ে দপ্তরের কার্যক্রম বন্ধ করে রেখেছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাড়িচালকেরা।

পরিবহন পুলের এই দুই কর্মকর্তাকে বদলি করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন গাড়িচালকেরা।

 
Electronic Paper