ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি
ইবি প্রতিনিধি
🕐 ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ফাঁকা আসন পূরণের জন্য আগামী বুধবারের পর বিজ্ঞপ্তি দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডাকা হবে। উপস্থিত ভর্তিচ্ছুদের স্বাক্ষর নিয়ে মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট দেওয়া হবে।
ক্লাস শুরুর তারিখ ঘোষনা করলেও এখনো ইবির সকল আসন পূরণ হয়নি। মোট ২ হাজার ২০ টি আসনের মধ্যে তিন ইউনিট মিলিয়ে এখনো ৩০৪টি আসন ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত দশটি মেধাতালিকা থেকে ভর্তি নিশ্চিত করেছে ১৮৮০ জন শিক্ষার্থী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
