ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চবিতে মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের সেমিনার

আকিজ মাহমুদ, চবি
🕐 ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

চবিতে মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের সেমিনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের উদ্যোগে ‘Microalgae Isolation, Identification, Mass Culture and Its Utilization as Live Food for Aquaculture Organisms’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান-গবেষণার অনন্য উর্বর ক্ষেত্র। এখানে যতবেশি সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা অনুষ্ঠিত হবে, শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীরা ততবেশি লাভবান হবেন।

সেমিনারে পারস্পরিক জ্ঞান আদান-প্রদান এবং আলাপ-আলোচনার মধ্য দিয়ে নতুন নতুন জ্ঞান সৃজনের দিকনির্দেশনা বেরিয়ে আসবে মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন।

চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের এ্যাকুয়াকালচার বিভাগের প্রধান ড. হেলেনা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আয়শা আক্তার।

 

 
Electronic Paper