ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবির হলে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

ইবি প্রতিনিধি
🕐 ১১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

ইবির হলে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হতে আসা নবীণ শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে জিয়াউর রহমান হলের এক কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত ওই কর্মকর্তার নাম শাহ মিজানুর রহমান। তিনি এই হলের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত।

রবিবার (২৯ জানুয়ারি) বেশ কয়েকজন ভর্তিচ্ছু ঐ কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত একশত টাকা করে নেওয়ার অভিযোগ করে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে রুমে তালাবদ্ধ করে রাখে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ৭ম মেধাতালিকায় বিষয় প্রাপ্তদের ২৯ জানুয়ারি থেকে পহেলা ফেব্রয়ারীর মধ্যে চূড়ান্ত ভর্তির আহ্বান করা হয়। ভর্তির জন্য হল ফি প্রদানপূর্বক প্রভোস্টের স্বাক্ষর নিতে গেলে শিক্ষার্থীদের থেকে বাড়তি একশত টাকা আদায় করেন জিয়াউর রহমান হলের সহকারী রেজিস্ট্রার শাহ মিজানুর রহমান। হলের আবাসিক শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ ও নানাভাবে দেখে নেয়ার হুমকি দেন তিনি। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে হল অফিসে তালাবদ্ধ করে রাখেন। বেলা বিকেলের দিকে প্রক্টরিয়াল বডির সদস্য ও হলের আবাসিক শিক্ষকরা এসে তাকে উদ্ধার করেন। এদিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারো হল অফিসে তালা লাগালে অবরুদ্ধ হয়ে পড়েন আবাসিক শিক্ষকরা।

ভর্তি হতে আসা রাকিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমি হল প্রভোস্টের স্বাক্ষর নিতে আসলে আমার কাছে অতিরিক্ত একশত টাকা নেওয়া হয়। আমার মতো আরো অনেকের কাছে থেকেই অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান একজনের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেন। এসময় তিনি বলেন, ‘হলের কর্মচারী শোভন বিনা বেতনে এখানে কাজ করে। স্বাক্ষর নিতে শিক্ষার্থীদের ফাইল নিয়ে সে প্রভোস্টের কাছে যাতায়াত করছিলো। তাই তাকে কিছু বখশিশ দিতে বলেছিলাম।’

এদিকে শোভনের কাছে জানতে চাইলে তিনি টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা অর্ধেক করে টাকা ভাগ করে নিয়েছি।’

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘চার-পাঁচ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়ার কথা শুনেছি। আগামীকাল অভিযুক্তদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 
Electronic Paper