ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ

ইবি প্রতিনিধি
🕐 ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০২২

ইবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শনিবার (১০ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর ইবির তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। তিন মেধাতালিকার ভর্তি শেষে ইবিতে এখনো ৬২০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩০৮টি, ‘বি’ ইউনিটে ১৭৩টি এবং ‘সি’ ইউনিটে ১৩৯টি আসন ফাঁকা রয়েছে। চতুর্থ মেধাতালিকা থেকে এসব ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

প্রসঙ্গত, মেধা তালিকা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 
Electronic Paper