ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অর্ধ-দশক পর পূর্ণাঙ্গ কমিটি পেল জাবি ছাত্রলীগ

শাহরিয়ার আলম, জাবি
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

অর্ধ-দশক পর পূর্ণাঙ্গ কমিটি পেল জাবি ছাত্রলীগ

দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। ৩৮৮ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সম্পাদক হাবিবুর রহমান লিটন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে জাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি মোট ১০০ জন, সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ১১জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১জন, সহ-সম্পাদক পদ পেয়েছেন মোট ৬৬ জন এবং সদস্য পদ পেয়েছেন ৫৫ জন। এছাড়া বিভিন্ন পদে সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।

সদ্য সহ-সভাপতি মনোনীত আরিফুল ইসলাম প্রীতম বলেন, ক্যাম্পাস জীবনের রাজনীতি আজ পূর্ণতা পেল। দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন পেলাম। সামনের দিনগুলোতে আরো ভাল কিছু হবে।

শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান লিটন বলেন, রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু’জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল জাবি ছাত্রলীগ। পাঁচ বছর দায়িত্ব পালন করার পর ২০২১ সালের অক্টোবরে জুয়েল-চঞ্চল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে এবছরের শুরুতে সোহেল-লিটন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

 
Electronic Paper