ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ | ২০ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাবির নবনিযুক্ত উপ-উপাচার্যের শ্রদ্ধা

রাবি প্রতিনিধি
🕐 ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাবির নবনিযুক্ত উপ-উপাচার্যের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি।

জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় এবং উনার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য মূলত এই কর্মসূচি। আসলে তার ত্যাগ ও নেতৃত্বের বিনিময়েই তো আমরা বাংলাদেশ পেয়েছি। সেই হিসেবেই আমি মনে করি যে, বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বেরই অংশ হিসেবে আজ আমি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলাম।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিশিষ্ট কর্মকর্তা ও রাবির প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper