ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন রাবি অধ্যাপক

লাবু হক, রাবি
🕐 ৯:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ০২, ২০২২

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন রাবি অধ্যাপক

বাংলাদেশের শিক্ষা বিস্তার ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় 'নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড-২০২২' পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান।

গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় নেপালের কাঠমুণ্ডুর থামেলে অবস্থিত হোটেল মারশাংদী অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরষ্কার পান তিনি।

'নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি' ও 'সাউথ এশিয়া বিজনেস পার্টনার'র যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেপাল ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পুরষ্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, 'পুরস্কার পাওয়া বড় বিষয় নয়, কৃতকর্মের ফলে পুরস্কারের জন্য মনোনীত হওয়াই বড় ব্যাপার। আমি মনে করি শিক্ষা ও জ্ঞানের আলো পরিবারের প্রত্যেক সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে পারলে এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার মধ্যেই মুখ্য পুরষ্কার লাভ করা সম্ভব।'

 
Electronic Paper