ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কবি নজরুলে প্রতি আসনে লড়বে ৩০ জন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
🕐 ১১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবার চারটি ইউনিটে ২৩টি বিভাগে এক হাজার ১০৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৩ হাজার ২২টি। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩০ জন।

আগামী ১১-১৫ নভেম্বর থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। যা প্রতিদিন তিন শিফটে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জাবি থাকবে। সেই সঙ্গে পুলিশসহ র‌্যাব, আনসার নিয়োজিত থাকবে। কেউ কোনো অসাধু পন্থা অবলম্বন করলে বা করতে চাইলে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

 
Electronic Paper