ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোবিপ্রবিতে দুই ইউনিটে বেড়েছে আসন

নোবিপ্রবি প্রতিনিধি
🕐 ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক/স্নাতক সম্মান শ্রেণির ‘এ’ ও ‘বি’ ইউনিটের মোট আসনসংখ্যা বেড়েছে ৭৫টি। ডিজিটাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে দায়িত্বরত ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ইউনিটে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে আসনসংখ্যা বেড়েছে ৫টি এবং ‘বি’ ইউনিটে আসনসংখ্যা বেড়েছে প্রায় ৭০টি তার মধ্যে প্রাণিবিদ্যা বিভাগে আসনসংখ্যা বেড়েছে প্রায় ৩০টি এবং ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্টে বেড়েছে প্রায় ৪০টি। এ বিষয়ে ভর্তি কার্যক্রম কমিটির আহ্বায়ক ড. আশ্রাফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে জানান।

নোবিপ্রবি জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু বলেন, এ ব্যাপারে উনার কাছে কোনো ধরনের নোটিস আসেনি এবং বিষয়টি তিনি জানেনও না।

এদিকে, আসনসংখ্যা আদৌ বেড়েছে কি না, বাড়লে কোন কোন ডিপার্টমেন্ট কতটি আসন বেড়েছে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে আলাপ-আলোচনা।

 
Electronic Paper