ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবি রোভার-ইন-কাউন্সিলের নের্তৃতে জামিরুল-আদন

জবি প্রতিনিধি
🕐 ৮:৩১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

জবি রোভার-ইন-কাউন্সিলের নের্তৃতে জামিরুল-আদন

দেশের সর্বাধিক সংখ্যক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২২-২৩ এর নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলে ইংরেজি ইউনিটের সিনিয়র রোভার মেট এস কে জামিরুল সভাপতি এবং গনিত ইউনিটের সিনিয়র রোভার মেট হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক আদন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার সকালে উপস্থিত সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল গঠিত হয়। এরপর জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার কমিটি ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার জনাব ড. মিন্টু আলী বিশ্বাস ও কাজী ফারুক হোসেন।

নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দু’টি পদে চারকলা ইউনিটের সিনিয়র রোভার মেট নাহিদ হাসান রাসেল ও রসায়ন ইউনিটের শরিফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন ইউনিটের সিনিয়র রোভার মেট এস. এম. শাহাদাত হোসেন অনু।

অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক মোঃ রাশেদ, ট্রেনিং সম্পাদক অভিজিৎ বাড়ৈ, দপ্তর সম্পাদক মোঃ আশিকুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ মিলন সরকার, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক এম এইচ অন্তু, গার্ল-ইন-রোভার সম্পাদক খালেদা ইয়াসমিন স্বপ্না, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কাজী মুসাব্বিরুল আলম, ক্রীড়া সম্পাদক নাসিম মাহম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোস্তাফিজুর রহমান, বহিঃযোগাযোগ সম্পাদক ইমরান হাসান, পাঠাগার সম্পাদক তন্ময় সরকার, আপ্যায়ন সম্পাদক রাকিব আকন্দ, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক পদে সামসুর নাহার স্মৃতি মনোনীত হয়েছেন।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে থাকবেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোল্লা মামুন হাসান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন।

২০২১-২২ শিক্ষাবর্ষে সিনিয়র রোভার মেট হিসেবে হিসেবে নিজ ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও রোভার-ইন-কাউন্সিলে দায়িত্বশীল ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম খান।

 
Electronic Paper