ইবিতে হলের ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধির দাবি
ইবি প্রতিনিধি
🕐 ৯:১১ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

হলের ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রমৈত্রী। সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মোর্শেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি আব্দুর রউফ বলেন, ‘আমরা খাবারের বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি কিন্তু তাদের এ দিকে নজর নেয়। তাদের নজর বড় বড় বিল্ডিং নির্মানের দিকে। আজকের শিক্ষার্থীরাই আগামিতে দেশের নেতৃত্ব দেবে। তাদের যদি পুষ্টিকর খাবার দেওয়া না হয় কিভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। খাবারের মান বৃদ্ধির জন্য আমি প্রশাসনের কাছে ডাইনিংয়ের ভর্তুকি বাড়ানো এবং খাবার মনিটরিং সেল গঠনের দাবি জানাচ্ছি। ’
মানববন্ধন শেষে সংগঠনটির নেতাকর্মীরা খাবারের মান বৃদ্ধি সংক্রান্ত সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি ভিসি বরাবর প্রদান করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
