ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবির ১০৯ রোভার সহচরের দীক্ষা সম্পন্ন

মুজাহিদ বিল্লাহ, জবি
🕐 ৯:৪৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

জবির ১০৯ রোভার সহচরের দীক্ষা সম্পন্ন

দেশের সর্বাধিক প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবু বাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প-২০২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ মে) সকাল ৮টায় গাজীপুরের বাহাদুর আঞ্চলিক রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১০৯ জন সহচরকে তিন দিনব্যাপী ক্যাম্প শেষে দীক্ষা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জবি রোভার ইন কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসানের ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এই দীক্ষা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন।

রোভার মামুনুর রশিদকে বিগত কাউন্সিলের শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট এর সম্মাননা স্মারক প্রদান করা হয়। দশবার স্বেচ্ছায় রক্তদানের স্বীকৃতিস্বরূপ মোল্লা মামুন হাসানকে শ্রেষ্ঠ রক্তদাতা সম্মাননাসহ ছয়বারের অধিক রক্তদানকারী আরো এগারোজনকে রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও শ্রেষ্ঠ সহচর ও জিনিয়াস সহচরকে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ১২ মে জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জবি ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ।

 
Electronic Paper