ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আবু সাঈদ
🕐 ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

১। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
ক) কমপ্যাক, ১৯৮৫
খ) এপসন, ১৯৮১
গ) আইবিএম, ১৯৮৩
ঘ) অ্যাপল, ১৯৭৭
২। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
ক) স্থায়ী চুম্বক
খ) অস্থায়ী চুম্বক
গ) সংকর চুম্বক
ঘ) প্রাকৃতিক চুম্বক
৩। কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
ক) পেট্রল ইঞ্জিনে
খ) ডিজেল ইঞ্জিনে
গ) রকেট ইঞ্জিনে ঘ) বিমান ইঞ্জিনে
৪। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
ক) আলফা রশ্মি খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি ঘ) রঞ্জন রশ্মি
৫। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
ক) মৃদু রঞ্জন রশ্মি খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি ঘ) কসমিক রশ্মি
৬। মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
ক) ৭০ ভাগ খ) ৭২ ভাগ
গ) ৭৩ ভাগ ঘ) ৮০ ভাগ
৭। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
ক) প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে
খ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ) নাইট্রোজেন সরবরাহ করে
ঘ) হাইড্রোজেন সরবরাহ করে
৮। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
ক) কাঁচা লৌহ খ) ইস্পাত
গ) এলুমিনিয়াম ঘ) কোবান্ট
৯। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
ক) গামা রশ্মি খ) মাইক্রোওয়েভ
গ) অবলোহিত বিকিরণ
ঘ) আলোক তরঙ্গ
১০। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক) লৌহ খ) ইউরেনিয়াম
গ) প্লুটোনিয়াম
ঘ) নেপচুনিয়াম
১১। কোন মাধ্যমে শকের গতি সবচেয়ে কম?
ক) শূন্যতায় খ) কঠিন পদার্থে
গ) তরল পদার্থে ঘ) বায়বীয় পদার্থে
১২। কম্পিটার আবিষ্কারক হলেন-
ক) রনজন খ) জন এল বিয়ার্ড
গ) হফম্যান ঘ) হাওয়ার্ড এইকেন
১৩। ইন্টারনেট কবে থেকে চালু হয়?
ক) ১৯৮১ সাল খ) ১৯৬০ সাল
গ) ১৯৭০ সাল ঘ) ১৯৬৯
১৪। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
ক) যকৃত খ) ত্বক
গ) স্নায়ু ঘ) কিডনি
১৫। কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
ক) সাদা খ) কালো
গ) লাল ঘ) হলুদ

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১। খ ২। ক ৩। ক ৪। গ ৫। গ ৬। গ ৭। খ ৮। গ ৯। খ ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। খ ১৫। গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper