ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি : গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

বিজ্ঞান

মোস্তাফিজুর রহমান
🕐 ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের কানকো থাকে না?
উত্তর : কনড্রিকথিস।
প্রশ্ন : কোন পর্বের কোনো কোনো প্রজাতির প্রাণীর সারা জীবন অথবা ভ্রুণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে?
উত্তর : কর্ডাটা।

প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের মাথার দুই পাশে ৫-৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে?
উত্তর : কনড্রিকথিস।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের দেহে আঁইশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত?
উত্তর : সাইক্লোস্টোমাটা।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের দেহ লম্বাটে?
উত্তর : সাইক্লোস্টোমাটা।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীরা শীতল রক্তের প্রাণী?
উত্তর : উভচর।
প্রশ্ন : ২টি শীতল রক্তের প্রাণীর নাম লেখ।
উত্তর : সোনাব্যাঙ ও কুনোব্যাঙ।
প্রশ্ন : কোন শ্রেণির সব মেরুদণ্ডী প্রাণী সমুদ্রে বাস করে?
উত্তর : কনড্রিকথিস।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে?
উত্তর : অস্?টিকথিস।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত?
উত্তর : কনড্রিকথিস।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর মাথার দুই পাশে ৫-৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে?
উত্তর : কনড্রিকথিস।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর দেহত্বক আঁইশবিহীন?
উত্তর : উভচর।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল তরুণাস্থিময়?
উত্তর : কনড্রিকথিস।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর দেহ সাইকোয়েড ও টিনয়েড উভয় ধরনের আঁইশ দ্বারা আবৃত?
উত্তর : অস্টিকথিস।
প্রশ্ন : উভচর শ্রেণির ২টি উদাহরণ দাও।
উত্তর : সোনাব্যাঙ ও কুনোব্যাঙ।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে? উত্তর : অসটিকথিস।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণী পানিতে ডিম পাড়ে?
উত্তর : উভচর।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণী বুকে ভর করে চলে?
উত্তর : সরীসৃপ।
প্রশ্ন : ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত-কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য?
উত্তর : উভচর।
প্রশ্ন : জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায় কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর?
উত্তর : উভচর।
প্রশ্ন : মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তাদের কী বলে?
উত্তর : উভচর।
প্রশ্ন : কোন ধরনের মেরুদণ্ডী প্রাণীর চারপায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙুল আছে?
উত্তর : সরীসৃপ।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীরা উষ্ণ রক্তের?
উত্তর : পক্ষীকুল ও স্তন্যপায়ী।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণী মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তর : উভচর।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীর ত্বক শুস্ক ও আঁইশযুক্ত?
উত্তর : সরীসৃপ।

সাবেক সিনিয়র শিক্ষক
ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper