ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মারুফ হাসান
🕐 ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

প্রশ্ন : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন : বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর : বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।

প্রশ্ন : কত সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন?
উত্তর : ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন।
প্রশ্ন : নবাব কাদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন?
উত্তর : রায়দুর্লভ ও জগৎশেঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন।
প্রশ্ন : পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।
প্রশ্ন : কার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পলাশীর যুদ্ধে পরাজিত হন?
উত্তর : প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পলাশীর যুদ্ধে পরাজিত হন।
প্রশ্ন : পলাশীর যুদ্ধে পরাজয়ের পর কত বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : পলাশীর যুদ্ধে পরাজয়ের পর ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ১৯০ বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন : কত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উত্তর : বাংলায় ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।
প্রশ্ন : ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।
প্রশ্ন : মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল?
উত্তর : মৌর্য আমলে মহাস্থানগড় ‘পুন্ড্রনগর’ নামে পরিচিত ছিল।
প্রশ্ন : মহাস্থানগড়ে প্রাপ্ত প্রাচীন শিলালিপিটির নাম কী?
উত্তর : মহাস্থানগড়ে প্রাপ্ত প্রাচীন শিলালিপিটির নাম ব্রাহ্মী শিলালিপি।
প্রশ্ন : মহাস্থানগড়ে প্রাপ্ত খোদাই পাথরটি লম্বায় কত মিটার?
উত্তর : মহাস্থানগড়ে প্রাপ্ত খোদাই পাথরটি লম্বায় ৩। ৩৫ মিটার।
প্রশ্ন : লালবাগ দুর্গের দক্ষিণে কী রয়েছে?
উত্তর : লালবাগ দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ ও একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।
প্রশ্ন : আহসান মঞ্জিল কী?
উত্তর : বুড়িগঙ্গা নদীতীরে নির্মিত আহসান মঞ্জিল ছিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ।
প্রশ্ন : কোন সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল?
উত্তর : উয়ারী-বটেশ্বর সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল।
প্রশ্ন : উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনগুলোর নাম লেখ।
উত্তর : উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার ও পাথরের মূর্তি।
প্রশ্ন : কোন ঐতিহাসিক স্থানটিতে বুদ্ধের দণ্ডায়মান মূর্তি রয়েছে?
উত্তর : মহাস্থান গড়ে প্রাপ্ত ‘খোদাই পাথরে’ বুদ্ধের দণ্ডায়মান মূর্তি রয়েছে।

প্রভাষক, মাইলস্টোন কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper