ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম-দশম: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

হিসাববিজ্ঞান

সরওয়ার হোসেন
🕐 ৯:০১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮

নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় কোন ধরনের ব্যয়?-মুনাফাজাতীয় ব্যয়।
সম্পদ অর্জনে অবদান রাখে কোন ধরনের ব্যয়?-মূলধনজাতীয়।
সম্পদ অর্জনে না হলেও সম্পদ রক্ষণাবেক্ষণে অবদান রাখে কোনটি?
-মুনাফাজাতীয় ব্যয়।

মুনাফাজাতীয় ব্যয় কোনটির অংশ?
-মুনাফাজাতীয় প্রদানের।
মুনাফাজাতীয় প্রদানের চলতি হিসাবকালের অংশকে কী বলে?-মুনাফাজাতীয় ব্যয়।
চলতি, বিগত ও পরবর্তী হিসাবকালের মোট পরিশোধকৃত অর্থকে কী বলে?
-মুনাফাজাতীয় প্রদান।
স্থায়ী সম্পদের মেরামতের ফলে আয়ুষ্কাল বৃদ্ধি না পেলে কী ধরনের ব্যয় হবে?
-মুনাফাজাতীয়।
মুনাফা প্রকৃতি বিশিষ্ট হওয়া সত্ত্বেও দীর্ঘমেয়াদি সুবিধা দেয় কোনটি?
-বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়।
মেশিনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পার্টস ক্রয়ের ব্যয় কী ধরনের?-মূলধনজাতীয়।
কোন ব্যয়কে একাধিক হিসাবকালে বণ্টন করা হয়?-বিলম্বিত মুনাফাজাতীয়।
বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের চলতি বছরের অংশকে কী বলে?-মুনাফাজাতীয় ব্যয়।
বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের পরবর্তী হিসাবকালগুলোর অংশকে সাময়িকভাবে কীভাবে দেখা হয়?-মূলধনজাতীয় ব্যয়।
কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়?
-ব্যবসাপ্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়।
মূলধনজাতীয় ব্যয়ের মাধ্যমে কী আয় বা লাভ জাতীয় হিসাবগুলো সর্বদাই কী ব্যালেন্স নির্দেশ করে?
-ক্রেডিট ব্যালেন্স
বিক্রয় হিসাব, প্রাপ্ত সুদ হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব কী জাতীয় হিসাব?-নামিক হিসাব
যে হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকে তা কী করলে বৃদ্ধি পাবে?
- ডেবিট
যে হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকে তা কী করলে হ্রাস পাবে? -ক্রেডিট
-যে হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত থাকে তা কী করলে বৃদ্ধি পাবে?
-ক্রেডিট
যে হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত থাকে তা কী করলে হ্রাস পাবে?
-ডেবিট
 হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কী প্রস্তুত করা হয়?
-রেওয়ামিল
ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্সের উদাহরণ কোনটি?
- বিবিধ পাওনাদার হিসাব
 সম্পত্তি বা বস্তু জাতীয় হিসাবগুলো সর্বদাই কী জের প্রদান করে?
- ডেবিট
সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ কোনটি?
-যন্ত্রপাতি হিসাব, আসবাবপত্র হিসাব, নগদান হিসাব
নামিক হিসাবের অপর নাম কী?
উত্তর : আয়-ব্যয় সংক্রান্ত হিসাব
-খরচ, ব্যয় লোকসান, ক্ষতিসংক্রান্ত হিসাবগুলো সবসময় কোন ব্যালেন্স নির্দেশ করে?
- ডেবিট ব্যালেন্স
ব্যক্তিবাচক কী ব্যালেন্স হতে পারে?
- ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স
ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?
- কোনো ব্যক্তির কাছে কারবারের পাওনা।
ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স কারবারের কী?
- সম্পদ
ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্সের উদাহরণ কোনটি?
- বিবিধ দেনাদার হিসাব
ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?
- কোনো ব্যক্তির কাছে কারবারের দেনা
ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স কারবারের কী? - দায়


সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper