একাদশ
গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সরওয়ার হোসেন
🕐 ১১:৩৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০২১

১। বিশ্ব গ্রামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোনটি প্রয়োজন?
ক) টেলিফোন খ) রেডিও
গ) টেলিগ্রাম ঘ) মোবাইল
২। ফসল উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) ন্যানো টেকনোলজি
গ) বায়োমেট্রিকস
ঘ) বায়োইনফরমেট্রিকস
৩। বায়োমেট্রিকস ব্যবহৃত হচ্ছে-
i. অপরাধ প্রতিরোধ
ii. কম্পিউটার ব্যবহারকারী নিয়ন্ত্রণে
iii. চিকিৎসাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
স্কলার্স ভিলেজ কলেজের অধ্যক্ষ মহোদয় কলেজের নিরাপত্তার কথা চিন্তা করে সব শিক্ষার্থীকে ডাটা বেইসে ফিঙ্গারপ্রিন্ট ইনপুট করেন। শিক্ষার্থীরা কলেজে প্রবেশের সময় ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে। তিনি অফিসের হিসাব বিভাগের সঙ্গে ফাইল আদান-প্রদানের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেন।
৪। উদ্দীপকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়েছে?
ক) বায়োমেট্রিকস
খ) বায়োইনফরমেট্রিকস
গ) ন্যানো টেকনোলজি
ঘ) রোবটিকস
৫। কোন ডিভাইসে ডুপ্লেক্স পদ্ধতি ব্যবহৃত হয়?
ক) পেজার খ) মোবাইল
গ) টেলিভিশন ঘ) ওয়াকিটকি
৬। মোবাইল টাওয়ার অনেক ওপরে হওয়ার কারণ কী?
ক) একটি থেকে অপরটি যেন সহজেই দেখা যায়
খ) টাওয়ারের যন্ত্রপাতি যেন চুরি না হয়
গ) সিগন্যাল যেন বাধা না পায়
ঘ) রেডিও ওয়েব চলার পথে যেন বাধা না পায়
৭। ফুল ডুপ্লেক্স মোডে চলে-
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮। হেক্সাডেসিমেলে ঋ-এর দশমিক মান কত?
ক) ৮ খ) ১০ গ) ১৫ ঘ) ১৬
৯। সংখ্যা পদ্ধতির বিচারে ১০ হলো-
i. বাইনারি ii. অক্টাল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ৫ ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?
ক) ৫ খ) ৮ গ) ১৬ ঘ) ৩২
১১। কি-বোর্ডের কি-গুলোকে বাইনারিতে রূপান্তরিত করে কোন বর্তনী?
ক) অ্যাডার খ) কাউন্টার
গ) এনকোডার ঘ) ডিকোডার
১২। যৌগিক গেট তৈরি করা হয়?
i. অ্যান্ড গেট দ্বারা ii. অর গেট দ্বারা
iii. নট গেট দ্বারা।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। নিচের কোনটি ওয়েব ব্রাউজার?
ক) Google
খ) Facebook
গ) Mozila firefox
ঘ) Skype
১৪। নিচের কোনটি প্রাইমারি কি ফিল্ড?
ক) নাম খ) রোল
গ) গ্রুপ ঘ) বয়স
১৫। হেডিং কত প্রকার?
ক) ২ খ) ৪
গ) ৬ ঘ) ৮
১৬। নিচের কোনটি MS ACCESS-এ ডাটা ফাইলের এক্সটেনশন?
ক) dbms খ) htm
গ) accdb ঘ) xls
১৭। জাংশন টেবিল ব্যবহৃত হয় ডাটা বেইসের কোন ধরনের রিলেশনে?
ক) One to One
খ) One to Many
গ) Many to One
ঘ) Many to Many
সরওয়ার হোসেন
সহকারী অধ্যাপক, একেএম রহমত উল্লাহ কলেজ, ঢাকা।
উত্তর : ১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ।
