ঢাকা, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৮ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

আবিদ হোসেন
🕐 ১১:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. ভারতের
খ. মরক্কোর
গ. ইরানের
ঘ. ইরাকের
সঠিক উত্তর: খ. মরক্কোর
২. ৩৬০ আউলিয়ার শহর কোনটি?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. পটুয়াখালী
সঠিক উত্তর: ক. সিলেট
৩. ইন্দ্রাকপুর দুর্গ কোথায় অবস্থিত?
ক. লালবাগ কেল্লা
খ. সোনারগাঁ
গ. মুন্সীগঞ্জে
ঘ. বগুড়া
সঠিক উত্তর: গ. মুন্সীগঞ্জে
৪. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার আগে ঢাকা কোন সালে রাজধানী হয়?
ক. ১৬১০ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. সবগুলি
সঠিক উত্তর: ঘ. সবগুলি
৫. আহসান মঞ্জিল কবে নির্মাণ হয়?
ক. ১৮৭০ সালে
খ. ১৮৭১ সালে
গ. ১৮৭২ সালে
ঘ. ১৮৭৩ সালে
সঠিক উত্তর : গ. ১৮৭২ সালে
৬. বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ শোলাকিয়া কোথায় অবস্থিত?
ক. টাঙ্গাইল
খ. কিশোরগঞ্জ
গ. শেরপুর ঘ. চট্টগ্রাম
সঠিক উত্তর: খ. কিশোরগঞ্জ
৭. বাংলার মিল্টন বলা হয়-
ক. ভারত চন্দ্রকে
খ. হেমচন্দ্রকে
গ. গোলাম মোস্তফাকে
ঘ. মুকুন্দরামকে
সঠিক উত্তর : খ. হেমচন্দ্রকে
৮. বিহারীলাল চক্রবতীের্ক বলা হয়-
ক. কাব্য সুধাকর
খ. শান্তিপুরের কবি
গ. ভোরের পাখি
ঘ. ছন্দের জাদুকর
সঠিক উত্তর: গ. ভোরের পাখি
৯. প্রথম বাঙালি মুসলিম কবি কে? ক. শাহ মুহাম্মদ সগীর
খ. আলাওল
গ. কায়কোবাদ
ঘ. আব্দুল হাকিম
সঠিক উত্তর : ক. শাহ মুহাম্মদ সগীর
১০. ‘পাণ্ডুলিপি-৭১’ হলো একটি-
ক. চলচ্চিত্র খ. কাব্যগ্রন্থ
গ. পেইন্টিং ঘ. উপন্যাস
সঠিক উত্তর: ঘ. উপন্যাস
১১. বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত?
ক. যশোর
খ. বগুড়া
গ. কুমিল্লা ঘ. ঢাকা
সঠিক উত্তর : ঘ. ঢাকা
১২. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
ক. ধমর্পাল
খ. রামপাল
গ. গোপাল
ঘ. অতীশ দীপঙ্কর
সঠিক উত্তর : ক. ধমর্পাল
১৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন কে?
ক. নবাব আব্দুল গণি
খ. নবাব খাজা রফিকুল্লাহ
গ. নবাব সলিমুল্লাহ
ঘ. আহসান উল্লাহ
সঠিক উত্তর : গ. নবাব সলিমুল্লাহ
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন করা হয়?
ক. ইতিহাস
খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. বাংলা
ঘ. আইন
সঠিক উত্তর : ক. ইতিহাস
১৫. বাংলাদেশে সবর্প্রথম কত সালে ‘জাতীয় অধ্যাপক’ নিয়োগ করা হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
সঠিক উত্তর : ঘ. ১৯৭৫ সালে
১৬. বাঙালিদের ওপর কোন
জাতি গোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?
ক. অস্ট্রিক খ. দ্রাবিড়
গ. মঙ্গোলীয় ঘ. ককেশীয়
সঠিক উত্তর : ক. অস্ট্রিক

আবিদ হোসেন

 
Electronic Paper