পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি
বিজ্ঞান
মোস্তাফিজুর রহমান
🕐 ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

প্রশ্ন : কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া কী ধরনের রোগ?
উত্তর : পানিবাহিত রোগ
প্রশ্ন : দূষিত পানি পান করলে কী হতে পারে?
উত্তর : পেটের পীড়া ও চর্মরোগ
প্রশ্ন : কী যুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে ক্ষত বা ঘা তৈরি হয়?
উত্তর : আর্সেনিকযুক্ত পানি
প্রশ্ন: আর্সেনিকযুক্ত পানি
পান করলে যে রোগ হয় তার নাম কী?
উত্তর : আর্সেনিকোসিস
প্রশ্ন : পানি পুরোপুরি নিরাপদ করতে হলে পানিকে কী করতে হবে?
উত্তর : ফুটাতে হবে
প্রশ্ন : পানিকে জীবাণুমুক্ত করতে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার নাম কী?
উত্তর : ফিটকারি, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট
প্রশ্ন : পানি ফুটতে শুরু করলে আরও কতক্ষণ তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়?
উত্তর : ২০ মিনিট
প্রশ্ন : কোন ধরনের দূষণ থেকে এসিড বৃষ্টি হয়?
উত্তর : বায়ুদূষণ।
প্রশ্ন : বায়ুম-লে কার্বন ডাই-অক্সাইড হ্রাস করতে তুমি কোন কাজটি করবে?
উত্তর : গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেলে চড়ে স্কুলে যাব।
প্রশ্ন : রান্নাঘরে বায়ুদূষণ কমানোর একটি উপায় লেখ।
উত্তর : বায়ু চলাচলের ভালো ব্যবস্থা তৈরি করা।
প্রশ্ন : শীলা ভোরের আকাশে সূর্য দেখে। এই সূর্য থেকে সরাসরি পাওয়া যায় এ রকম একটি শক্তির উদাহরণ দাও।
উত্তর : আলোকশক্তি।
প্রশ্ন : বিজ্ঞানীরা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করছেন। এতে সূর্যের কোন শক্তিকে কাজে লাগানো হচ্ছে?
উত্তর : আলোকশক্তিকে।
প্রশ্ন : তোমার স্কুল ড্রেসটি বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে আয়রন করলে শক্তির কোন ধরনের রূপান্তর ঘটবে? উত্তর : বিদ্যুৎশক্তি থেকে তাপশক্তি।
প্রশ্ন : অর্জুনের দেহে শক্তি জোগাতে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এটি মানুষের শরীরে কোন শক্তি হিসেবে সঞ্চিত থাকে?
উত্তর : রাসায়নিক শক্তি।
প্রশ্ন : বিদ্যুৎ চমকালে আকাশে
আলো দেখা যায়। এর পেছনে কোন শক্তি কাজ করে? উত্তর : তড়িৎ শক্তি।
প্রশ্ন : শাহেদ টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখে। এটিতে শক্তির কোন রূপটি পাওয়া যায়? উত্তর : আলোকশক্তি।
প্রশ্ন : সংগীতপ্রিয় আসিফ মোবাইল ফোনে লাউডস্পিকারে গান বাজায়। এতে কোন শক্তি উৎপন্ন হয়? উত্তর : শব্দশক্তি।
প্রশ্ন : শক্তির পাঁচটি রূপ রয়েছে। একটির নাম লেখ। উত্তর : বিদ্যুৎশক্তি।
মোস্তাফিজুর রহমান
সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।
