ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন

অর্থনীতি প্রথমপত্র

আল জাদিদ
🕐 ১০:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ০৭, ২০২১

অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন

১। কোন ব্যাংককে সব ব্যাংকের অভিভাবক বলা হয়?
ক) মোবাইল ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) বিশেষায়িত ব্যাংক
২। বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো-
i. ঋত নিয়ন্ত্রণ
ii. সঞ্চয় জমা রাখা
iii. ঋত প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii

৩। ‘অ’ ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ১০০০ টাকা এবং রিজার্ভ ২০% হলে প্রতিষ্ঠানটির সৃষ্ট আমানতের পরিমাণ কত হবে?
ক) ৫, ০০০ টাকা
খ) ১০, ০০০ টাকা
গ) ২০, ০০০ টাকা
ঘ) ৪০, ০০০ টাকা
৪। কোন বাজারে ক্রেতার সংখ্যা একজন, কিন্তু বিক্রেতা অসংখ্য?
ক) মনোপলি খ) অলিগোপলি
গ) মনোপসনি ঘ) একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার
৫। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো-
i. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
ii. মুদ্রাস্ফীতির উপস্থিতি
iii. সুষম বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
ক) এল রবিন্স খ) এ মার্শাল
গ) অ্যাডাম স্মিথ
ঘ) পল এ স্যামুয়েলসন
৭। ব্যাষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় নয়-
ক) নিয়োগ খ) দ্রব্যের দাম
গ) ফার্মের আয়
ঘ) ব্যক্তির আয়
৮। নিচের কোনটির যোগান স্থির?
ক) ঘড়ি খ) গাড়ি
গ) বাড়ি ঘ) ভূমি
৯। উৎপাদন ব্যয় (ঈ) কিসের ওপর নির্ভরশীল?
ক) মুনাফা খ) উপকরণ
গ) উৎপাদন ঘ) আয়
১০। প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে যদি-
i. আর্থিক মজুরি ও দামস্তর সমহারে বাড়ে
ii. দামস্তর হ্রাস পায়
iii. আর্থিক মজুরির চেয়ে দামস্তর কম হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১১। কোনটি শ্রমের চাহিদার নির্ধারক নয়?
ক) জনসংখ্যা
খ) দামস্তর
গ) মুনাফা ঘ) প্রকৃত মজুরি
১২। কোনটি স্থিতিস্থাপক মূলধন?
ক) চলতি মূলধন
খ) আন্তর্জাতিক মূলধন
গ) স্থানীয় মূলধন
ঘ) স্থায়ী মূলধন
১৩। মূলধনের গতিশীলতার কারণে-
i. শ্রমের চাহিদা বাড়ে
ii. আঞ্চলিক বৈষম্য বাড়ে
iii. বিনিয়োগ বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৪। রাজবিনের দেশে ২০১৬ সালে মূলধনের পরিমাণ ছিল ১২০০০ কোটি টাকা, ২০১৭ সালে মূলধন বৃদ্ধি পেয়ে ১৬২০০ কোটি টাকা হয়। তার দেশে মূলধন গঠনের হার কত?
ক) ২০% খ) ৩৫%
গ) ৪২% ঘ) ৫০%
১৫। অংশীদারি কারবারে সর্বাধিক কত জন সদস্য হতে পারে?
ক) ৭ জন খ) ১৫ জন
গ) ২০ জন ঘ) ৫০ জন

আল জাদিদ
প্রভাষক, সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. খ ১১. গ ১২.ক ১৩. গ ১৪. খ ১৫. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper