পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সরওয়ার হোসেন
🕐 ১০:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ০৭, ২০২১

শূন্যস্থান পূরণ
প্রশ্ন: ১৯৭১ সালের ১১ জুলাই - নামে একটি বাহিনী গঠন করা হয়।
উত্তর : মুক্তিবাহিনী।
প্রশ্ন: এ বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল -।
উত্তর : মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
প্রশ্ন: মুক্তিবাহিনীকে - ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। উত্তর : তিনটি।
প্রশ্ন: - সুবিধার জন্য সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
উত্তর : যুদ্ধ পরিচালনার।
প্রশ্ন: - বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো।
উত্তর : ভারতে।
প্রশ্ন: ৩০ হাজার নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত এই বাহিনীর নাম - ।
উত্তর : মুক্তিফৌজ।
প্রশ্ন: এক লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত হয় - ।
উত্তর : মুক্তিবাহিনী।
প্রশ্ন: জেরারেল ওসমানী - নামে পরিচিত ছিলেন।
উত্তর : বঙ্গবীর।
প্রশ্ন: - মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় ও তথ্য দিয়ে সাহায্য করেন।
উত্তর : নারীরা।
প্রশ্ন: - অস্ত্র বহন করতেন এবং সম্মুখযুদ্ধে অংশ নিতেন।
উত্তর : ‘অ্যাকশন গ্রুপ’।
প্রশ্ন: - শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন।
উত্তর : ‘ইন্টেলিজেন্স গ্রুপ’।
প্রশ্ন: সে সময়ে দেশের মানুষের প্রিয় অনেক গানের একটি ছিল্ল -।
উত্তর : ‘জয় বাংলা বাংলার জয়’।
প্রশ্ন: - ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় সেøাগান।
উত্তর : ‘জয় বাংলা’।
প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরের বিভিন্ন স্থানে - আক্রমণ করে।
উত্তর : একযোগে।
প্রশ্ন: ৯ মাসের মুক্তিযুদ্ধে - বাঙালি শহীদ হন।
উত্তর : ৩০ লাখ।
প্রশ্ন: প্রতিবছর ১৪ ডিসেম্বর - পালন করা হয়।
উত্তর : শহীদ বুদ্ধিজীবী দিবস।
প্রশ্ন: ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় - ।
উত্তর : যৌথবাহিনী।
প্রশ্ন: - পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
প্রশ্ন: প্রতিবছর - আমরা বিজয় দিবস পালন করি।
উত্তর : ১৬ ডিসেম্বর।
প্রশ্ন: ১৯৭২ সালের ৮ জানুয়ারি - পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করেন।
উত্তর : বঙ্গবন্ধু।
সরওয়ার হোসেন, সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
