ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ৯:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ০৭, ২০২১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. রোয়ানু শব্দটির ইংরেজীতে অর্থ কি?
ক. Coir Rope
খ. Coconuts cotton
গ. Coir cotton
ঘ. Sea flowers
২. বিবর্তন বা অভিব্যক্তিবিদ্যা কি?
ক. ইকোলজি
খ. ইভোলিউশন
গ. ইকোলজি
ঘ. ট্যাক্সোনমি
৩. ২০১৭ সালের কত তারিখে সুন্দরবনে কয়লাবাহী জাহাজ ডুবে যায়?
ক. ১২ জুন
খ. ১৩ জানুয়ারি
গ. ১৭ মার্চ
ঘ. ১৯ জুলাই
৪. সুন্দরবনে কয়লাবাহী ডুবে যাওয়া জাহাজের নাম কি?
ক. এম ভি নিশান
খ.এম ভি মুনির
গ.এম ভি ফারান
ঘ.এম ভি আইজগাঁতি
৫. ভূ-ত্বকের গভীরতা কত?
ক. ১০ কি.মি
খ. ১২ কি.মি
গ. ১৪ কি.মি
ঘ. ১৬ কি.মি
৬. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
ক. তামা খ. সীসা
গ. দস্তা ঘ. অ্যালুমিনিয়াম
৭. কোনটি স্হানীয় বায়ু?
ক.টাইফুন খ. সাইমুন
গ. হারিকেন ঘ. টর্নেডো
৮. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ
দুর্ভিক্ষ কত সালে ঘটে?
ক. বাংলা ১০৭৬
খ. বাংলা ১১৭৬
গ. বাংলা ১৩৭৬
ঘ. ইংরেজি ১৮৭৬
৯. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
ক. প্রতিফলন খ. প্রতিধ্বনি
গ. প্রতিসরণ ঘ. প্রতিসরাঙ্ক
১০. বাংলাদেশে চীনামাটির সন্তান
পাওয়া গেছে-
ক. বিজয়পুরে
খ. রানীগঞ্জে
গ. টেকের হাটে
ঘ. বিয়ানী বাজারে
১১. পৃথিবীর ঘুর্ননের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না-
ক. মহাকর্ষ বলের জন্য
খ. মাধ্যাকর্ষন বলের জন্য
গ. পৃথিবীর সংঙ্গে আমাদের আবার্তনের জন্য
ঘ. কোনটি নয়
১১. নিচের কোনটি জ্বীবাশ্ম জ্বালানী নয়-
ক. পেট্রোলিয়াম
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. বায়োগ্যাস
১২. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়,তাকে বলা হয়-
ক. আয়নবায়ু
খ. প্রতায়ন বায়ু
গ. মৌসুমি বায়ু
ঘ. নিয়নবায়ু
১৩. বাংলাদেশের কতভাগ ভূমি প্লাবনভূমি?
ক. ৮০ খ. ৬০ গ. ৮৫ ঘ. ৯০
১৪. বাংলাদেশের সমুদ্র উপকীয় অঞ্চলের
দৈর্ঘ্য কত?
ক. ১৫৫ কি.মি
খ. ২৫৩ কি.মি
গ. ২০০ কি.মি
ঘ. ৭১১ কি.মি
১৫. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বভাবিক চাপ কত?
ক. ৮৮ সে.মি
খ. ৬৭ সে.মি
গ. ৭৬ সে.মি
ঘ. ৭২ সে.মি
১৬. আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান নিচের
কোনটি?
ক. মেটালার্জি
খ. অ্যাসট্রালজি
গ. মিনারালজি
ঘ. মেটিওরোলজি
১৭. জীবের বংশগতির বাহক কোনটি?
ক. ক্রোমোজোম
খ. প্রোটোপ্লাজম
গ. সাইটোপ্লাজম
ঘ. অটোসোম

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.ক ২.খ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.খ ৯.খ ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper