ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি

গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর

জীববিজ্ঞান

সরোয়ার হোসেন
🕐 ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২১

গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর

প্রশ্ন : জৈব বিবর্তন বা অর্গানিক ইভোলিউশন কী?
উত্তর : কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার জন্য প্রয়োজনীয় পরিবর্তন ও অভিযোজন প্রক্রিয়াই হলো জৈব বিবর্তন বা অর্গানিক ইভোলিউশন।
প্রশ্ন : জাইগোট কী?
উত্তর : জীবের যৌন
জননে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্ট ডিপ্লয়েড কোষই হলো জাইগোট।

প্রশ্ন : সেন্ট্রিওল কী?
উত্তর : প্রাণিকোষের
নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দ-াকার যে অঙ্গাণু দেখা যায় তাই সেন্ট্রিওল।
প্রশ্ন : অভিকর্ষ উপলব্ধি কী?
উত্তর : উদ্ভিদ ভ্রূণমূল বা ভ্রূণকা-ের অগ্রাংশের অভিকর্ষ উদ্দীপনা অনুভবই অভিকর্ষ উপলব্ধি।
প্রশ্ন : বিবর্তন কী?
উত্তর : জীবের যে
পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন প্রজাতি বা জীবের উদ্ভব ঘটে তাই হলো বিবর্তন।
প্রশ্ন : উঘঅ টেস্ট কী?
উত্তর : বিভিন্ন জৈবিক নমুনা থেকে উঘঅ সংগ্রহ করে তা বিশ্লেষণপূর্বক বিশেষ কোনো কাজে ব্যবহারের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিই হলো উঘঅ টেস্ট।
প্রশ্ন : বংশগতিবিদ্যার জনক কে?
উত্তর : বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল।
প্রশ্ন : বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তর : বিবর্তনবাদ তত্ত্বের জনক চার্লস রবার্ট ডারউইন।
প্রশ্ন : বংশগতিবিদ্যা কী?
উত্তর : জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় সকল প্রকার জীবের বংশগতি সম্পর্কে বিশদ আলোচনা ও গবেষণা করা হয় তাই এক কথায় বলা হয় বংশগতিবিদ্যা।
প্রশ্ন : লোকাস কী?
উত্তর : ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাই লোকাস।
প্রশ্ন : প্রকট বৈশিষ্ট্য কী?
উত্তর : মাতা-পিতা
থেকে আগত যে বৈশিষ্ট্য প্রথম বংশধরে প্রকাশ পায়
সেই বৈশিষ্ট্যই হলো প্রকট বৈশিষ্ট্য।
প্রশ্ন : আদিকোষ কী?
উত্তর : সুগঠিত নিউক্লিয়াসবিহীন কোষই আদিকোষ।
প্রশ্ন : কোষ কী?
উত্তর : জীবদেহের
গঠন ও কাজের একক হলো কোষ।
প্রশ্ন : জিন কী?
উত্তর : জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককই হলো কোষ।
প্রশ্ন : নিউক্লিওটাইড কী?
উত্তর : এক অণু পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, এক অণু
নাইট্রোজেনঘটিত বেজ এবং এক অণু অজৈব ফসফেট যুক্ত হয়ে যে অণু তৈরি হয় তাই নিউক্লিওটাইড।
প্রশ্ন : ভিত্তি কোষ কী?
উত্তর : জাইগোট বিভাজনের
সময় ডিম্বক রন্ধ্রের দিকের কোষই ভিত্তি কোষ।
প্রশ্ন : অপ্রকৃত ফল কী?
উত্তর : গর্ভাশয়সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যে ফলে পরিণত হয়, তাই অপ্রকৃত ফল।
প্রশ্ন : ক্লিভেজ কী?
উত্তর : নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটের কোষ বিভাজনই ক্লিভেজ।
প্রশ্ন : হোমোলোগাস ক্রোমোজোম কী?
উত্তর : একজোড়া প্রতিরূপ (অর্থাৎ একই রকম) ক্রোমোজোমই হোমোলোগাস ক্রোমোজোম।
প্রশ্ন : সেক্স ক্রোমোজোম কী?
উত্তর : যে ক্রোমোজোম
জীবের লিঙ্গ নির্ধারণ করে তাই সেক্স ক্রোমোজোম।

সরোয়ার হোসেন
সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper