ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয়?
ক. কালো খ. সাদা
গ. লাল ঘ. বেগুনি
২. বংশগতির জনক কে?
ক. লুই পাস্তুর
খ. মেন্ডেল
গ. ডারউইন
ঘ. হরগোবিন্দ
৩. জীব থেকে জীবের উৎপত্তি হয়, কে বলেছেন?
ক. রবার্ট ব্রাউন
খ. লুই পাস্তুর
গ. এরিস্টোটল
ঘ. কানটানা
৪. বিবর্তন বা অভিব্যক্তিবিদ্যা কি?
ক. ইকোলজি
খ. ইভোলিউশন
গ. ইকোলজি
ঘ. ট্যাক্সোনমি
৫. জীবের বংশগতির বাহক কোনটি?
ক. ক্রোমোজোম
খ. প্রোটোপ্লাজম
গ. সাইটোপ্লাজম
ঘ. অটোসোম
৬. মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা
কতটি?
ক. ৪৬ খ. ৪৪
গ. ৪২ ঘ. ৪০
৭. কোন এনজাইমের সাহায্যে ডি. এন. এ ছেদন করা হয়?
ক. অ্যামাইলেজ এনজাইম
খ. প্রোটিনেজ এনজাইম
গ. রেসট্রিকশন এনজাইম
ঘ. সেলুলোজ এনজাইম
৮. কোন দেশে ডলির জম্ন হয়?
ক. স্কটল্যান্ড
খ. আমেরিকা
গ. স্পেন
ঘ. ভারত
৯. জেনেটিক ইনফরমেশনের মূল একক কি?
ক. লুপ
খ. অনুলিপন
গ. ট্রিপলেট
ঘ. এন্টিকোডন
১০. দুটো প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত Ñ
ক. দোয়াশ
খ. সংকর
গ. মিশ্র ঘ. কৃত্রিম
১১. বিশ্বের প্রথম ক্লোন বানরের নাম কি?
ক. সিসি
খ. টেট্রা
গ. প্রমিথিয়া
ঘ. ডলি
১২. কত সালে পৃথিবীর প্রথম ক্লোন শিশুর জন্ম হয়?
ক. ২০০০
খ. ২০০১
গ. ২০০২
ঘ. ২০০৩
১৩. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?
ক. ডলি
খ. ইভ
গ. লুইস ব্রাউন
ঘ. প্রমিথিয়া
১৪. ডলি কত সালে মারা যায়?
ক. ২০০১
খ. ২০০২
গ. ২০০৩
ঘ. ২০০৪
১৫. ক্লোনিং এর জনক কে?
ক. ইয়ান উইলমুট
খ. পারভিনা ফাতেমা
গ. ডারউইন
ঘ. মেন্ডেল
১৬. সিরিয়াল পোর্ট মাউসে কয়টি পিন থাকে?
ক. ৭ টি খ. ৮ টি
গ. ৯ টি ঘ. ১০ টি
১৭. স্ক্যানার যে ধরনের ডিভাইস?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. উভয়
ঘ. কোনটিই নয়
১৮. মডেম কি ধরনের ডিভাইস?
ক. ইনপুট খ. আউটপুট
গ. উভয় ঘ. কোনটিই নয়
১৯. কোনটি এন্টিবায়োটিক?
ক. ইনসুলিন
খ. পেপসিন
গ. পেনিসিলিন
ঘ. ইথিলিন

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.ক, ২.খ, ৩.গ, ৪.খ. ৫.ক, ৬.ক, ৭.গ, ৮.ক, ৯.খ, ১০.খ, ১১.খ, ১২.গ, ১৩.গ, ১৪.গ ১৫.ক, ১৬.গ, ১৭.ক ১৮.গ ১৯.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper