ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

পদার্থবিজ্ঞান

জুলহাস প্রামাণিক
🕐 ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ০৪, ২০২১

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

প্রশ্ন : নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয় কোন বলের কারণে?
উত্তর : দুর্বল নিউক্লিয়াস বল।
প্রশ্ন : আহিত কণাগুলো গতিশীল হলে কোন বলের সৃষ্টি হয়?
উত্তর : তড়িৎ বল ও চৌম্বক বল।
প্রশ্ন : কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে?
উত্তর : মহাকর্ষ বল।
প্রশ্ন : কোনো বস্তুর ওপর
পৃথিবীর আকর্ষণকে কী বলে?
উত্তর : অভিকর্ষ।

প্রশ্ন : চারটি মৌলিক বলের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল বল কোনটি?
উত্তর : মহাকর্ষ বল।
প্রশ্ন : বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?
উত্তর : মহাকর্ষ বল।
প্রশ্ন : যেসব বল অন্য বলের কোনো রূপ নয় তাদের সংখ্যা কত?
উত্তর : ৪টি।
প্রশ্ন : একটি বাক্স টেনে নেওয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয়?
উত্তর : ঘর্ষণ বল।
প্রশ্ন : একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বলটি কীরূপ?
উত্তর : অস্পর্শ বল।
প্রশ্ন : যা বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বাধ্য করে তাকে কী বলে?
উত্তর : বল।
প্রশ্ন : বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করার জন্য কোনটি দায়ী?
উত্তর : ভর।
প্রশ্ন : মহাকর্ষ বলের পাল্লা কিরূপ?
উত্তর : অসীম।
প্রশ্ন : দুটি আহীত
কণা গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়?
উত্তর : চৌম্বক বল।
প্রশ্ন : কোন বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া সংঘটিত হয়?
উত্তর : দুর্বল নিউক্লিয় বল।
প্রশ্ন : দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?
উত্তর : ১০-১৬ মি. এর বেশি।
প্রশ্ন : নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে কী বলে?
উত্তর : নিউক্লিয়ন।
প্রশ্ন : কোন বল খুব স্বল্প পাল্লার?
উত্তর : সবল নিউক্লিয় বল।
প্রশ্ন : সবল নিউক্লিয় বলের পাল্লা কত?
উত্তর : ১০-১৫ মি.।
প্রশ্ন : সাম্য বলগুলোর লব্ধি কত?
উত্তর : শূন্য।
প্রশ্ন : বলের সাম্যতা নিউটনের গতির কোন সূত্রকে স্মরণ করিয়ে দেয়?
উত্তর : ১ম সূত্র।
প্রশ্ন : যে কোনো তলে অবশ্যই কী থাকবে?
উত্তর : ঘর্ষণ।
প্রশ্ন : অসাম্য বল যখন বস্তুর ওপর ক্রিয়া করে থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?
উত্তর : বেগ এবং দিক।
প্রশ্ন : ভরবেগ কিসের ওপর নির্ভর করে?
উত্তর : ভর ও বেগ।
প্রশ্ন : ভরবেগের সঙ্গে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র হতে পাওয়া যায়?
উত্তর : ২য় সূত্র।
প্রশ্ন : বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে?
উত্তর : ভরবেগ।
প্রশ্ন : খেলোয়াড়দের বুটের নিচে কী থাকে?
উত্তর : স্পাইক।
প্রশ্ন : জুতার ঢেউ খেলানো তলদেশ কিসের জোগান দেয়?
উত্তর : ঘর্ষণ বল।
প্রশ্ন : বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়?
উত্তর : সাইকেলের চাকায়।
প্রশ্ন : গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন বল কাজ করে?
উত্তর : স্থিতি ঘর্ষণ বল।
প্রশ্ন : ঘর্ষণ কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।

জুলহাস প্রামাণিক
সহকারী অধ্যাপক, একেএম রহমত উল্লাহ কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper