ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একাদশ শ্রেণি

গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নোত্তর

সমাজবিজ্ঞান প্রথমপত্র

নজরুল ইসলাম
🕐 ১০:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

প্রশ্ন : অগাস্ট কোঁত কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : অগাস্ট কোঁত ১৭৯৮ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : স্পেন্সার কিভাবে সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : হার্বার্ট স্পেন্সার সাদৃশ্য স্থাপনের মাধ্যমে সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন। স্পেন্সারের মতে, প্রতিটি সমাজ হলো জীবদেহের ন্যায় একটি চলমান সত্তা। প্রতিটি জীব যেমন তার ভিন্ন ভিন্ন অঙ্গ দ্বারা সম্পর্কিত ক্রিয়ার মাধ্যমে জীবদেহকে সচল রাখে, তেমনি সমাজের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্নমুখী কার্য সম্পাদনের মাধ্যমে সমাজকে টিকিয়ে রাখে।

প্রশ্ন : ‘সভ্যতা হলো আমাদের যা আছে বা ব্যবহার করি।’ উক্তিটি কার?
উত্তর : ‘সভ্যতা হলো আমাদের যা আছে বা ব্যবহার করি।’ উক্তিটি ম্যাকাইভারের।
প্রশ্ন : গৌণ দল বলতে কী বোঝায়?
উত্তর : যে দলের সদস্যদের মধ্যে অনেকটা আনুষ্ঠানিক নীতিমালার দ্বারা সম্পর্ক গড়ে ওঠে তাকে গৌণ দল বলে। এ দলের গণ্ডি বেশ বৃহৎ এবং এর উদ্দেশ্য ও কর্মক্ষেত্র সম্প্রসারিত। এ দল প্রাথমিক দলের মতো স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে না। কিছু উদ্দেশ্য নিয়ে গৌণ দলের সদস্যরা একত্র হয়। গৌণ বা মাধ্যমিক দলের সদস্যদের সম্পর্ক ঘনিষ্ঠ ও আন্তরিক হয় না। গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে পরোক্ষ ও ব্যক্তিনিরপেক্ষ সম্পর্ক বিরাজ করে।
প্রশ্ন : ব্যক্তির পারস্পরিক সম্পর্কের ভিত্তি কী?
উত্তর : ব্যক্তির পারস্পরিক সম্পর্কের ভিত্তি হলো জ্ঞাতি সম্পর্ক।
প্রশ্ন : মানবজীবনে প্রভাব সৃষ্টিকারী প্রধান উপাদান কী?
উত্তর : মানবজীবনে প্রভাব সৃষ্টিকারী প্রধান উপাদান হচ্ছে ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান।
প্রশ্ন : ভৌগোলিক উপাদান বলতে কী বোঝায়?
উত্তর : পরিবেশ ও সমাজজীবনকে প্রভাবিতকারী উপাদানই হলো ভৌগোলিক উপাদান।
ভৌগোলিক উপাদান বলতে প্রাকৃতিক জলবায়ু ও তাপমাত্রা, মৃত্তিকা ও জলের অবস্থান এবং গতি, বনাঞ্চল, পশুপাখি, ঋতু, মাধ্যাকর্ষণ শক্তি, ঝড়-বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদিকে বোঝায়। বস্তুত জৈব সামাজিক উপাদান এবং মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশ বাদে আর প্রায় সবই ভৌগোলিক উপাদানের অন্তর্ভুক্ত।
প্রশ্ন : কোনটি আজীবন প্রক্রিয়া?
উত্তর : সামাজিকীকরণ একটি আজীবন প্রক্রিয়া।
প্রশ্ন : ‘স্তরবিন্যাস মূলত সামাজিক বিষয়’- ব্যাখ্যা করো।
উত্তর : গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দাসদের উৎপাদনের মানবরূপী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন।
প্রশ্ন : বোর্ডে উল্লিখিত দ্বন্দ্বমূলক তত্ত্বটি মার্কস, নাকি ডরেন ডর্ফের তত্ত্বকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর : স্তরবিন্যাস মূলত সামাজিক। কারণ সমাজের সদস্যরাই স্তরবিন্যাসে বিশ্বাসী অথবা তাদের মনোভাব, মতামত বা মূল্যায়নই স্তরবিন্যাসের ভিত্তি।
স্তরবিন্যাসের জৈবিক উপাদান যথা- বয়স, লিঙ্গ, উচ্চতা, শক্তি, নরবংশ ইত্যাদি সামাজিক মর্যাদার অবস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো এ কারণেই গুরুত্বপূর্ণ যে সমাজের সদস্যদের বিচারে তা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। কেননা সমাজ এগুলোর প্রভাব ও গুরুত্ব স্বীকার করে। অনেক সমাজে বেঁটের চেয়ে লম্বা, অতিশয় মোটার চেয়ে হালকা-পাতলা গড়নের মানুষকে বেশি মর্যাদা দেয়।

নজরুল ইসলাম
সহকারী অধ্যাপক
একেএম রহমত উল্লাহ
কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper