ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

ব্যবসায় উদ্যোগ

আবিদ হোসেন
🕐 ১০:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

১. এমএম পাস করার পর জনাব অরিক একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। চাকরির নিয়ম-কানুন, অন্যের অধীনে কাজ করা ইত্যাদি ভালো না লাগায় চাকরি ছেড়ে নিজেই একটি ওষুধের ব্যবসায় শুরু করেন। পরবর্তীতে পরিশ্রম, সততা, নিষ্ঠা ইত্যাদি পুঁজি করে ‘নাজ ফার্মা’ নামে একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠা করেন।

ক. স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা কে?
খ. ঝুঁকি বলতে কী বোঝায়? বর্ণনা কর।
গ. উদ্যোক্তার কোন গুণটি জনাব অরিককে উদ্যোক্তা হতে সাহায্য করেছে? বর্ণনা কর।
ঘ. নাজ ফার্মা প্রতিষ্ঠার মাধ্যমে জনাব অরিকের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। মূল্যায়ন কর।

২. কুয়াকাটার সেলিম বিদ্যুতের ক্রমাগত চাহিদার কথা বিবেচনা করে সরকারি অনুমতি নিয়ে সমুদ্রতীরে একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে উইন্ডমিলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তবে এ শিল্পে বিনিয়োগের পরিমাণ ৩ কোটি টাকার অধিক।
ক. বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয়ভাগে ভাগ করা হয়েছে।
খ. কুটিরশিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. জনাব সেলিমের শিল্পটি কোন ধরনের? বর্ণনা কর।
ঘ. জনাব সেলিমের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে মূল্যায়ন কর।

৩. পানশী নকশিঘর যশোরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী জনাব ফাইজার অনেক ভেবেচিন্তে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। প্রয়োজনে কর্মীদের পরামর্শ দেন। দীর্ঘমেয়াদে সফলতা বজায় রাখার জন্য নকশিকাঁথা ও অন্যান্য সামগ্রী তৈরির জন্য দক্ষ কারিগরের গুরুত্ব বিবেচনা করে তিনি কর্মী নিয়োগ দেন এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ. ‘প্রেষণা দান’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বর্ণিত জনাব ফাইজার কাজটি কী? বর্ণনা কর।
ঘ. ‘পানশী নকশিঘর’ স্বনামধন্য প্রতিষ্ঠান হওয়ার পেছনের কারণ বিশ্লেষণ কর।

৪. রাইমা ছোটবেলা থেকেই চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করতেন। তাই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে নারায়ণগঞ্জ বিসিক শিল্প এলাকায় রাইমা ফুড প্রডাক্টস নামে একটি উন্নতমানের ও রফতানিমুখী কারখানা স্থাপন করেন। এ জন্য তিনি একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৩০০ কর্মচারী নিয়োজিত আছে।
ক. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ নারী?
খ. বিসিকের প্রধান কাজ কী? ব্যাখ্যা কর।
গ. রাইমার মতো উদ্যোক্তার উপরিউক্ত সহায়তা প্রদান সরকারি কোন প্রতিষ্ঠানে নিয়োজিত আছে? ব্যাখ্যা কর।
ঘ. দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে রাইমার ভূমিকা মূল্যায়ন কর।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper