ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

মোহাম্মদ জয়নাল আবেদীন
🕐 ৩:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করছি।

১. বাংলাদেশে সি. এ. ডিগ্রি প্রদান করে- ICAB.
২. আর্থিক বিবরনীকে সর্বজনগ্রাহ্য করার জন্য রচিত মান হলো- GAAP.
৩. হিসাবচক্রের প্রথম ধাপ- জাবেদা।
৪. অনুপার্জিত আয় একটি- দায়।
৫. একটি নির্দিষ্ট সময়ে নীট মুনাফা অর্জিত হতে পারে যদি-
ব্যয় হতে আয় বেশী হয়।
৬. কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না- অবচয়।
৭. লেনদেনের বৈশিষ্ট্য নয়- কেবল মুনাফা নির্দেশ করে।
৮. দুতরফা দাখিলা বলতে বুঝায়- প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করন
৯. আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল- সংশ্লিষ্ট পক্ষ সমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
১০. হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে না- লেনদেনের বিশ্লেষণ।
১১. লেনদেন বলতে- অর্থের মাপকাঠিতে নিরূপনযোগ্য কোন ঘটনা বুঝায়
১২. হিসাববিজ্ঞান-
ক. একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভূক্ত থাকে তথ্য সনাক্তকরণ, পরিমাপ লিপিবদ্ধকরণ ও সরবরাহকরণ।
খ. একটি কারবারী স্বত্তার অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট
গ. আর্থিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে তথ্য প্রদান করে।
১৩. যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো- আন্তঃ লেনদেন
১৪. নগদান ভিত্তিতে হিসাবরক্ষন বলতে বুঝায়- নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হবে।
১৫. হিসাববিজ্ঞানের মূল উপাদান হল- লেনদেন।
১৬. হিসাবরক্ষনের মূল উপাদান হল- লেনদেন।
১৭. লেনদেনের উৎপত্তি হল- আর্থিক ঘটনা থেকে।
১৮. প্রতিটি লেনদেন প্রভাব ফেলে- হিসাব সমীকরণের উপর।
১৯. হিসাববিজ্ঞানের মূল ভিত্তি- দুতরফা দাখিলা পদ্ধতি।
২০. হিসাবরক্ষনের মূল ভিত্তি- দুতরফা দাখিলা পদ্ধতি।
২১. একটি আন্তঃ লেনদেন, অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন- অবচয়।
২২. হিসাববিজ্ঞানের আওতাভুক্ত- ব্যবসায়িক ও অব্যসায়িক উভয় প্রকার লেনদেন।
২৩. শেয়ার অবহার- অদৃশ্যমান ও অনগদ লেনদেন।
২৪. লেনদেনের উৎপত্তি হয়- আর্থিক ঘটনা থেকে।
২৫. হিসাববিজ্ঞানের একটি অংশ বিশেষ হচ্ছেÑহিসাবরক্ষণ।
২৬. হিসাববিজ্ঞানকে বলা হয়- বিজ্ঞান ও কলা উভয়ই।
২৭. হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয়- ভেনিস নগরিকে।
২৮. হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে- লেনদেন চিহ্নিতকরণ।
২৯. হিসাববিজ্ঞানকে বলা হয়- ব্যবসায়ের ভাষা।

মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper