প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি
বাংলা ভাষা ও সাহিত্য
আবিদ হোসেন
🕐 ২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই
১। বসুমতী শব্দটির সমার্থক শব্দ-
ক. ধরিত্রী খ. ফুল
গ. গিরি ঘ. কানন
২। ‘কোকিল’ এর সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. পিউ খ. পরভৃত
গ. পাবক ঘ. অংশু
৩। ‘নীর’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. পাখির বাসা খ. জল
গ. মেঘ ঘ. চুল
৪। ‘গিরি নিঃগ্রাব’ শব্দের অর্থ
ক. পর্বত খ. নদী
গ. বাতাস ঘ. আগুন
৫। ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
ক. অস্বীকার খ. মিথ্যা
গ. প্রলাপ
ঘ. অসদালাপ
৬। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য-
ক. এয়াকুব আলী চৌধুরী
খ. শেখ ফজলুল করিম
গ. কাজী আবদুুল ওদুদ
ঘ. কাজী আনোয়ারুল কাদির
৭। ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৮৯৯ সালে
গ. ১৯৩৫ সালে
ঘ. ১৯১৪ সালে
৮। ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
ক. নারায়ণ গঙ্গোপাধ্যায়
খ. মোজাম্মেল হক
গ. রাজশেখর বসু
ঘ. বিমল ঘোষ
৯। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
ক. ভ্রান্তিবিলাস
খ. বেতালপঞ্চবিংশতি
গ. প্রভাবতী সম্ভাষণ
ঘ. সংস্কৃতি সাহিত্যের ইতিহাস
১০। বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১১। কোনটি শুদ্ধ?
ক. মীর মোশারফ হোসেন
খ. মীর মশারফ হোসেন
গ. মীর মশাররফ হোসেন
ঘ. মীর মোশাররফ হোসেন
১২। ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা?
ক. অতুলপ্রসাদ সেন
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
১৩। ‘তারাবাঈ’ নাটকটির লেখক কে?
ক. ইসমাইল সিরাজী
খ. মীর মশাররফ হোসেন
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
১৪। ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি?
ক. ১৮৮৫-১৯৬৯
খ. ১৮৭৫-১৯৬৯
গ. ১৮৮৪-১৯৬৯
ঘ. ১৮৮৫-১৯৭০
১৫। রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন-
ক. আল মাহমুদ
খ. আবদুল করিম সাহিত্যবিশারদ গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবদুল কাদির
১৬। ‘লাইলী মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের?
ক. সৌদি আরব
খ. ইরাক
গ. ইরান
ঘ. মিসর
১৭। ১লাল সালু’ কার রচনা?
ক. মুহাম্মদ মুকীম খ. সৈয়দ আলাওল গ. সৈয়দ ওয়ালীউল্লাহ ঘ. দীনবন্ধু মিত্র
১৮। “সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন” এখানে ‘আপে’ অর্থ কী?
ক. আগে
খ. সম্পূর্ণ
গ. স্বয়ং
ঘ. পুরোপুরি।
১৯। বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
ক. ১৮ খ. ১৮
গ. ১৯ ঘ. ২০
২০। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
ক. রোমান্টিসিজম
খ. আধুনিকতাবাদ
গ. উত্তরাধুনিকতাবাদ
ঘ. বাস্তববাদ
আবিদ হোসেন
উত্তর : ১.ক ২.খ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.গ, ৭.ঘ, ৮.ক, ৯.খ, ১০. ক, ১১.গ, ১২.গ, ১৩.ঘ, ১৪.ক, ১৫.গ ১৬.গ, ১৭.গ , ১৮.গ, ১৯.ক, ২০.গ।
