ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান

ফাতেমা বেগম
🕐 ১১:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

প্রশ্ন : আমরা উদ্ভিদের ফল, পাতা, শস্যদানা কি হিসেবে গ্রহণ করি?
উত্তর : খাবার হিসেবে
প্রশ্ন : খাদ্যের ভেতরে কি না থাকলে শুকনা ও শক্ত খাবার খেতে পারতাম না?
উত্তর : পানি

প্রশ্ন : খাদ্য গ্রহণের পর খাদ্যকে তার উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে কোনটি?
উত্তর : পানি
প্রশ্ন : আমাদের শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে কোনটি দরকার?
উত্তর : পানি
প্রশ্ন : পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয়বাষ্পে পরিণত হয় কিসের প্রভাবে?
উত্তর : সূর্যতাপের প্রভাবে
প্রশ্ন : জলীয় বাষ্প বায়ুম-লের ওপরে উঠে কিসে পরিণত হয়?
উত্তর : ক্ষুদ্র পানিকণায়
প্রশ্ন : কি একত্র হয়ে আকাশে মেঘ হিসেবে ঘুরে বেড়ায়?
উত্তর : ক্ষুদ্র পানিকণা
প্রশ্ন : মেঘের পানি কণাগুলো খুব বেশি ঠা-া হয়ে গেলে কিসে পরিণত হয়?
উত্তর : বরফে
প্রশ্ন : বরফ পৃথিবীতে নেমে আসে কি হিসেবে?
উত্তর : শিলাবৃষ্টি হিসেবে
প্রশ্ন : বৃষ্টির পানি গড়িয়ে প্রথমে কোন পানির সঙ্গে মিশে?
উত্তর : নদীর পানির সঙ্গে
প্রশ্ন : নদীর পানি প্রভাবিত হয়ে কোথায় মিশে?
উত্তর : সমুদ্রের পানির সঙ্গে
প্রশ্ন : ভূ-পৃষ্ঠের পানি বিভিন্ন মাধ্যমে আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে কোন প্রক্রিয়ায়?
উত্তর : পানিচক্র প্রক্রিয়ায়
প্রশ্ন : জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছে বরফে পরিণত হয় কোনটির কারণে?
উত্তর :বায়ু প্রবাহের কারণে
প্রশ্ন : পর্বতের বরফ সূর্যের তাপে গলে পানি হয়ে পাহাড়ের গা বেয়ে নেমে এসে উৎপত্তি ঘটায় কিসের?
উত্তর : ছোট পাহাড়ি নদীর
প্রশ্ন : বায়ুতে সবসময় কিছু পরিমাণ কি থাকে?
উত্তর : বাষ্প
প্রশ্ন : বৃষ্টি ও শিশির তৈরি হয় কি থেকে?
উত্তর : জলীয়বাষ্প থেকে
প্রশ্ন : ডোবা বা নর্দমার পানি পান করা কি?
উত্তর : ক্ষতিকর

ফাতেমা বেগম
সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper