ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আন্তর্জাতিক বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে।
আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি?
ক. সাতটি
খ. আটটি
গ. দশটি
ঘ. ছয়টি
২. সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-
ক. নেপাল
খ. ভুটান
গ. শ্রীলংকা
ঘ. মালদ্বীপ
৩. কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
ক. আফগানিস্তান
খ. মিয়ানমার
গ. মালদ্বীপ
ঘ. ভুটান
৪. প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
ক. ঢাকা
খ. কাঠমান্ডু
গ. ব্যাংকক
ঘ. থিম্পু
৫. তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলংকায়
ঘ. আফগানিস্তানে
৬. সোয়াত উপত্যকা কোন দেশে?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. ইরান
৭. ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
ক. জানুয়ারি ২০০৮
খ. জুন ২০০৬
গ. এপ্রিল ২০০৭
ঘ. মে ২০০৮
৮. ভুটানের রাজধানী কী?
ক. থিম্পু
খ. কাঠমান্ডু
গ. গ্যাংটক
ঘ. কলম্বো
৯. অনুরাধাপুর কোথায় অবস্থিত?
ক. ভুটান
খ. বাংলাদেশ
গ. শ্রীলংকা
ঘ. ভারত
১০. শ্রীলংকার রাজধানী-
ক. হ্যানয় খ. কলম্বো
গ. রেঙ্গুন ঘ. সায়গন
১১. নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কোন সালে?
ক. ২০০৫
খ. ২০০৬
গ. ২০০৭
ঘ. ২০০৮
১২. ২০০৭ সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলোপ ঘটে?
ক. ২৩৫ বছর
খ. ২৪০ বছর
গ. ২৪৬ বছর
ঘ. ২৩৮ বছর
১৩. নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ১৯৯১
১৪. কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে?
ক. মালদ্বীপ
খ. শ্রীলংকা
গ. ফিজি
ঘ. কোনোটি নয়
১৫. মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
ক. তুর্কেমেনিস্তান
খ. তাজিকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কাজাকিস্তান
১৬. আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
ক. পশতুন
খ. তাজিক
গ. উজবেক
ঘ. কুর্দি
১৭. পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
ক. সিংহল
খ. তিব্বত
গ. জাপান
ঘ. আফগানিস্তান
১৮. কান্দাহার কোন দেশের শহর?
ক. কাজাকিস্তান
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. কিরগিস্তান
১৯. যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়-
ক. হেরাত
খ. কান্দাহার
গ. কোয়াটা
ঘ. সাজার-ই শরীফ
২০. আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৯
ঘ. ১৯৮৯
২১. কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়?
ক. ঢাকা
খ. কাঠমান্ডু
গ. ব্যাংকক
ঘ. থিম্পু

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.খ, ২.ঘ, ৩.খ, ৪.ক. ৫. খ, ৬.ক, ৭.ঘ, ৮.ক, ৯.গ, ১০.খ, ১১.ঘ, ১২. খ, ১৩.গ, ১৪.ক ১৫. ঘ, ১৬.ক, ১৭.ঘ, ১৮.খ, ১৯.গ, ২০.খ ২১.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper