ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেনে রাখো

ভেনিস, ইতালি

শিক্ষা সহায়িকা ডেস্ক
🕐 ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

ভেনিস তার এই সৌন্দর্য ৬০০ বছর ধরে রেখেছে। এ শহরে প্রায় ১১৮টি দ্বীপপুঞ্জ রয়েছে এবং অনেক দর্শক এখানে ভিড় জমায় শুধু এর খ্যাতি ও অনেক সুন্দর জায়গার কারণে

 

 

ভেনিস একটি উপহৃত। ইতালির এই উপহৃতটি শুধু আশ্চর্যজনকই নয় বরং সংরক্ষকও বটে। ভেনিস তার এই সৌন্দর্য ৬০০ বছর ধরে রেখেছে।

এ শহরে প্রায় ১১৮টি দ্বীপপুঞ্জ রয়েছে এবং অনেক দর্শক এখানে ভিড় জমায় শুধু এর খ্যাতি ও অনেক সুন্দর জায়গার কারণে। শহরের সবচেয়ে প্রাচীনতম দেয়ালটি ৩২৫ ফুট উঁচু লম্বা ভিত্তি প্রস্তর।

সাধারণত এটাতে মানুষ লিফটের মাধ্যমে উঠে কিন্তু প্রাচীনকালে রোমান সম্রাট ৩য় ফ্রেডরিক ঘোড়ায় সওয়ার হতেন। সেন্ট মার্কের রাজপ্রাসাদ এবং সান মার্কো অন্যতম দুটি ভ্রমণ আকর্ষণ।

সমালোচক এবং জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর হাজার আকর্ষণের একটি বিশ্বখ্যাত বিলাসিতা গন্তব্য হলো ভেনিসের দ্য লিডো দি ভেনেজিয়া।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper