ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান

ফাতেমা বেগম
🕐 ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

প্রশ্ন: পানি ছাড়া যেমন মানুষ বেশিদিন বাঁচতে পারে না, তেমনি আর কোনটি ছাড়া মানুষ এক মুহূর্তও বাঁচতে পারে না? উত্তর : বায়ু।
প্রশ্ন: তোমার এলাকায় বিদ্যুৎ না থাকায় এলাকার চেয়ারম্যান বিদ্যুৎ তৈরির পরিকল্পনা করলেন। এই বিদ্যুৎ তিনি কিসের সাহায্যে উৎপাদন করবেন?
উত্তর : বায়ুপ্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে।

প্রশ্ন: নাফিসা প্যাকেটে ভরে খাদ্য সংরক্ষণে বায়ুর একটি উপাদানকে ব্যবহার করে। উপাদানটির নাম কী? উত্তর : নাইট্রোজেন।
প্রশ্ন: রাশেদ বাজার থেকে একটি পেপসি পানীয়ের বোতল কিনে আনল। এ পানীয় কী স্বাদযুক্ত? উত্তর : ঝাঁজালো স্বাদযুক্ত।
প্রশ্ন: বসুন্ধরা শপিং মলে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করল। এ যন্ত্রের ভেতর কোন গ্যাস থাকে?
উত্তর : কার্বন ডাই-অক্সাইড।
প্রশ্ন: মানুষের বিভিন্ন কর্মকা- বায়ুদূষণের প্রধান কারণ। কিভাবে এ দূষণ হয়ে থাকে, তার একটি কারণ লেখো।
উত্তর : জীবাশ্ম জ্বালানি পোড়ানো।
প্রশ্ন: সৌরভদের বাড়ির পাশে একটি কারখানা রয়েছে। সেখানে কোন ধরনের দূষণ হয়?
উত্তর : বায়ুদূষণ।
প্রশ্ন: বায়ুর চারটি উপাদানের নাম লেখো।
উত্তর : নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড এবং জলীয় বাষ্প।
প্রশ্ন: কল-কারখানা ও যানবাহনের ধোঁয়ায় শহরের মানুষের বায়ুবাহিত রোগ বেশি দেখা যায়। এ ধরনের একটি রোগের নাম লেখো।
উত্তর : হাঁপানি।
প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছে। বাতাসে এসব গ্যাস বেড়ে যাওয়ায় কী প্রভাব পড়ে?
উত্তর : পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়।
প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের বিভিন্ন উপায় রয়েছে। একটি উপায় লেখো?
উত্তর : জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো।
প্রশ্ন: ডুবুরি হতে গেলে পানির নিচে সিলিন্ডারে করে তোমাকে কোন গ্যাস ব্যবহার করতে হবে?
উত্তর : অক্সিজেন।

ফাতেমা বেগম
সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper