ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

আসমা বেগম
🕐 ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

১। কোন ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন?
ক. অগাস্ট কোঁৎ খ. এমিলি ডুর্খেইম
গ. লেভিস্ট্রস ঘ. ম্যাক্সওয়েবার
২। সমাজবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হলো-
i.সমাজকাঠামো
ii. বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক
iii. অর্থনৈতিক কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩। ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কার লেখা?
ক. আল বেরুনী খ. আবুল ফজল
গ. আবুল কালাম ঘ. আবুল হোসেন
৪। ব্রিটিশ উপনিবেশবাদ বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চায় প্রভাব ফেলেছে—
i. তাদের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে
ii. তাদের শাসন প্রতিষ্ঠায় সমাজের বহু প্রতিবন্ধকতা রোধের মাধ্যমে
iii. সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কার্যক্রমের মাধ্যমে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা অনুধাবনে সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। কারণ সমাজবিজ্ঞান-
i. এসব জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি ও মূল্যবোধ নিয়ে আলোচনা করে।
ii. তাদের আচার-আচরণ, সংস্কৃতি, শিক্ষা প্রভৃতি নিয়ে গভীর অনুসন্ধান পরিচালনা করে।
iii. তাদের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন কার্যক্রম গ্রহণে সহায়তা করে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
ক. প্রায়োগিক খ. মানবতাবাদী
গ. ফলিত ঘ. মৌখিক
৭। বাংলাশের সমাজবিজ্ঞানের পঠনপাঠন ও গবেষণার ক্ষেত্র হচ্ছে-
i. ব্যক্তির সম্পর্ক
ii. গোষ্ঠীর সম্পর্ক
iii. প্রতিষ্ঠানের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। বাংলাশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান-
i. কোন সমস্যার কারণ বিশ্লেষণ করে
ii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক
iii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
ক. মার্ক্স খ. স্পেন্সর
গ. টয়েনবি ঘ. হবস
১০। ব্যক্তিত্ব গঠন ও বিকাশের যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন কে?
ক. সিগমন্ড ফ্রয়েড খ. লর্ড উইলিয়াম
গ. ডারউইন ঘ. অগাস্ট কোঁৎ
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের দাও : ইউনেসকো বিশেষজ্ঞ মিশনের প্রতিনিধি হলেন ‘ক’, যার আন্তরিক সহযোগিতা ছাড়া বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন কষ্টসাধ্য ছিল।
১১। উদ্দীপকে ‘ক’ দ্বারা কাকে বোঝানো হয়েছে?
ক. অগাস্ট কোঁৎ খ. এমিলি ডুর্খেইম
গ. লেভিস্ট্রস ঘ. ম্যাক্সওয়েবার
১২। যে বিষয়গুলো শেখার ব্যবস্থা করার জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন-
i. সমাজবিজ্ঞান
ii. সমাজ মনোবিজ্ঞান
iii. নৃবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ‘আকবরনামা’ গ্রন্থটি কোন আমলে প্রকাশিত হয়?
ক. মোগল আমলে খ. সেন আমলে
গ. পাল আমলে ঘ. গুপ্ত আমলে

আসমা বেগম

উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper