ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

ভূগোল দ্বিতীয়পত্র

মারুফ হাসান
🕐 ৭:২২ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০

মহাদেশ কী?
উত্তর : ভূ-পৃষ্ঠের স্থলভাগ কয়েকটি বড় বড় অংশে বিভক্ত। এরূপ একেকটি খ-ই মহাদেশ।
সরকার কী?
উত্তর : রাজনৈতিক অঞ্চলের সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে সরকার।
নিপ্পন শব্দের অর্থ কী?
উত্তর : নিপ্পন শব্দের অর্থ উদীয়মান সূর্যের দেশ।
জনসংখ্যা নীতি কী?
উত্তর : জনসংখ্যার সার্বিক উন্নয়নে কোনো দেশের সরকার কর্তৃক যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাই জনসংখ্যা নীতি।
উদ্বাস্তু কাকে বলে?
উত্তর : বলপূর্বক অভিগমনের ফলে যারা কোনো স্থানে আগমন করে ও স্থায়ীভাবে বসতি স্থাপন করে, তাদের উদ্বাস্তু বলে।
বিশ্বের ১১তম দীর্ঘ সেতু কোনটি?
উত্তর : যমুনা বহুমুখী সেতু।

অতি জনাকীর্ণতা কী?
উত্তর : জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ কম হওয়াই অতি জনাকীর্ণতা।
বসতি কী?
উত্তর : কোনো একটি স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য যে বাসস্থান তৈরি করে, তা-ই বসতি।
সর্বপ্রথম গমের উৎপত্তি হয় কোথায়?
উত্তর : সর্বপ্রথম গমের উৎপত্তি হয় পাকিস্তান, ভূমধ্যসাগরীয় অঞ্চল ও উত্তর আমেরিকায়।
চীনে কখন গম চাষ হয়?
উত্তর : চীনে শীত ও বসন্তকালে গম চাষ হয়।
ধান কোন জাতীয় ফসল?
উত্তর : ধান এক প্রকার তৃণজাতীয় ফসল।
কাচ নির্মাণে কোন ধরনের বালি ব্যবহৃত হয়?
উত্তর : কাচ নির্মাণে সিলিকা বালি ব্যবহৃত হয়।
খনিজ কোন ধরনের পদার্থ।
উত্তর : অজৈব পদার্থ।
নিম্নমানের কয়লা পুড়িয়ে কোন বিদ্যুৎ উৎপন্ন হয়?
উত্তর : তাপবিদ্যুৎ।
রেলপথ নির্মাণে কোন খনিজটি ব্যবহৃত হয়?
উত্তর : রেলপথ নির্মাণে কঠিন শিলা ব্যবহৃত হয়।
উন্নত দেশগুলোর উন্নয়নের পেছনে কোনটি ভূমিকা রাখছে?
উত্তর : শিল্পায়ন।
শিল্পের প্রাণ বলা হয় কোনটিকে?
উত্তর : লৌহকে।
বিলিয়ন ডলার শিল্প বলা হয় কোনটিকে?
উত্তর : পোশাকশিল্পকে।
বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
আধুনিক বস্ত্রশিল্পের পথিকৃৎ কে?
উত্তর : যুক্তরাজ্য
মানব ভূগোল কী?
উত্তর : মানব ভূগোল হলো মানুষ ও স্থান সম্পর্কিত জ্ঞান।
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কী?
উত্তর : আফ্রিকা
অঞ্চল কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট সীমানার মধ্যবর্তী এলাকায় যদি বিভিন্ন বৈশিষ্ট্যের সমধর্মিতা দেখা যায়, তখন তাকে অঞ্চল বলে।
আঞ্চলিক ভূগোল কাকে বলে?
উত্তর : ভূগোলের যে শাখা কোনো অঞ্চলের বৈশিষ্ট্য পর্যালোচনা করে তাকে আঞ্চলিক ভূগোল বলে।
ভূগোল সম্পর্কিত ইরাটোসথেনিসের সংজ্ঞাটি লেখ।
উত্তর : মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে।
রাষ্ট্র কাকে বলে?
উত্তর : কোনো নির্দিষ্ট ভূ-খ- যখন রাজনৈতিকভাবে সুসংগঠিত হয় এবং যার একটি সরকারব্যবস্থা ও সার্বভৌমত্ব থাকে, তাকে রাষ্ট্র বলে।
জাপানের আইন সভার নাম কী?
উত্তর : জাপানের আইন সভার নাম ডায়েট
ইউরেশিয়া কী?
উত্তর : এশিয়া ও ইউরোপ মহাদেশের ভূ-খ-কে একত্রে ইউরেশিয়া বলা হয়।
বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর : বলাকা।
বাংলাদেশের বিমান সংস্থার নাম কী?
উত্তর : বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

মারুফ হাসান, সিনিয়র প্রভাষক মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper