ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

সমাজবিজ্ঞান প্রথমপত্র

আসমা বেগম
🕐 ৪:১৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

নিম্নের উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
খাসিয়া, চাকমা, গারো, রাখাইনসহ বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন বাংলাদেশে বসবাস করে। তাদের জীবনযাপন পদ্ধতি ও সংস্কৃতি যেমন বৃহৎ বাঙালি জনগোষ্ঠী থেকে আলাদা, তেমনি আন্তঃউপজাতীয় সংস্কৃতির মধ্যে রয়েছে ব্যাপক বৈচিত্র্য। বাংলাদেশের প্রতিটি উপজাতি সম্পর্কে ভালোভাবে গবেষণা করা প্রয়োজন।
ক) বৈজ্ঞানিক পদ্ধতির স্তর কয়টি?
খ) গবেষণা সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ) উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে গবেষণা করার জন্য সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা কোন পদ্ধতি ব্যবহার করেন এবং কেন? আলোচনা করো।
ঘ) সমাজ গবেষণায় উক্ত পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো।
উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
সামির মা-বাবা, ভাই-বোন, চাচা-চাচী, দাদা-দাদী, অন্যান্য সদস্যসহ একত্রে গ্রামে বাস করত। সামির লেখাপড়া শেষ করে বর্তমানে চাকরি করে। পরিবারের সিদ্ধান্তেই সামির বিয়ে করে। কিন্তু শহরে চাকরি করার ফলে সেখানেই তাকে নতুনভাবে পরিবার গঠন করতে হয়। বর্তমানে শহর এলাকায় সামিরের গঠিত এরূপ পরিবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ক) ব্যক্তির পারস্পরিক সম্পর্কের ভিত্তি কী?
খ) অনুলোম ও প্রতিলোম বিয়ে কী? ব্যাখ্যা করো।
গ) সামির শহরে গিয়ে যে ধরনের পরিবার গঠন করেছে উক্ত পরিবারের স্বরূপ বর্ণনা করো।
ঘ) উদ্দীপকে বর্ণিত সামির আগে যে পরিবারে বসবাস করেছিল সেটির সংকুচিত হওয়ার কারণগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
অন্তরা তার মায়ের সঙ্গে টিভি দেখছিল। টিভিতে পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান দেখে সে তার মাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে মা বলেন, এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও প্রথা। আর এ বিষয়গুলো একটি প্রত্যয়ের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, শুধু এ বিষয়গুলোই নয়, আমাদের গোটা জীবনধারাই উক্ত প্রত্যয়ের অন্তর্ভুক্ত।
ক) ‘মানবসৃষ্ট সব কিছুর সমষ্টিই হলো সংস্কৃতি’Ñউক্তিটি কার?
খ) বাংলাদেশের নগরে সাংস্কৃতিক ব্যবধান দেখা দিচ্ছে কেন?
গ) উদ্দীপকে কোন প্রত্যয়ের পরিচয় ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ) উপাদানের ভিত্তিতে উক্ত প্রত্যয়ের শ্রেণিবিভাগ আলোচনা করো।
জ্ঞান ও অনুধানমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন : উৎপাদন, বণ্টন, ভোগ, সঞ্চয় ইত্যাদি কোন বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়?
উত্তর : উৎপাদন, বণ্টন, ভোগ, সঞ্চয় ইত্যাদি অর্থনীতি বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়।
প্রশ্ন : কাঠামোবাদ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।
উত্তর : মানুষের কর্মকা- ও তৎপরতার অন্তর্নিহিত তাৎপর্য খোঁজার কাঠামো বা জ্ঞানগত টুল হলো কাঠামোবাদ। কাঠামোবাদ অনুযায়ী সামাজিক প্রপঞ্চগুলো একটির সঙ্গে অন্যটি পারস্পরিক কার্যকারণসূত্রে আবদ্ধ, যা বস্তুত একটি পূর্ণাঙ্গ কাঠামোয় রূপ নেয়। অর্থাৎ সমাজ বিশ্লেষণ করার অর্থ হচ্ছে সমাজের কাঠামো বিশ্লেষণ করা। সমাজবিজ্ঞানী স্পেন্সার, ডুর্খেইম প্রমুখ মনে করেন, সমাজ বিশ্লেষণে সমাজের বিভিন্ন একক যেমনÑব্যক্তি, পরিবার, দল প্রভৃতির ভূমিকা, কার্যাবলি এবং একটির সঙ্গে অন্যটির কার্যকারণ সম্পর্ক নির্ণয়ই হচ্ছে সমাজকাঠামো।

আসমা বেগম
প্রভাষক, একেএম রহমত উল্লাহ কলেজ ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper