ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান

ফাতেমা বেগম
🕐 ৪:০১ অপরাহ্ণ, মে ১০, ২০২০

প্রশ্ন: পানি শোধনের দুইটি উপায় লেখ।
উত্তর : পানি শোধনের দুটি উপায় হলো-
ক. থিতানো, খ. ফোটানো
প্রশ্ন: পানির দুটি উৎসের নাম লেখ।
উত্তর : পানির দুটি উৎস হলো-
ক. বৃষ্টি, খ. নদী-নালা

প্রশ্ন: পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থের নাম লেখ।
উত্তর : পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থ হলো-
ক. ফিটকিরি, খ. ব্লিচিং পাউডার।
প্রশ্ন: দুটি পানিবাহিত রোগের নাম লেখ।
উত্তর : দুটি পানিবাহিত রোগের নাম হলো-
ক. কলেরা, খ. টাইফয়েড
প্রশ্ন: কোনো পদার্থ তার বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর : ঘনীভবন বলা হয়।
প্রশ্ন: পানিচক্র কী?
উত্তর : যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূ-পৃষ্ঠ ও বায়ুম-লের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র।
প্রশ্ন: নিরাপদ পানি কী?
উত্তর : মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।
প্রশ্ন: পানি বিশুদ্ধকরণ কী?
উত্তর : মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ।
চতুর্থ অধ্যায় : বায়ু
প্রশ্ন: ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর কোন গ্যাসটি ব্যবহার করা হয় লেখ।
উত্তর : ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়।
প্রশ্ন: সমুদ্রের তলদেশে বিভিন্ন অনুসন্ধান কাজে ডুবুরিরা এক ধরনের সিলিন্ডার নিয়ে যান। এ সিলিন্ডারের ভেতরে কী থাকে?
উত্তর : ডুবুরিরা সমুদ্রে যাওয়ার সময় সিলিন্ডারে করে অক্সিজেন গ্যাস নিয়ে যায়।
প্রশ্ন: আগুন নিভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর : আগুন নিভাতে কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়।
প্রশ্ন: পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের নাম লিখ।
উত্তর : পানি বিশুদ্ধকরণের ট্যাবলেটের নাম ‘হ্যালোজেন’।

ফাতেমা বেগম
সিনিয়র শিক্ষক, বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper